অনলাইনডেস্ক
: এবার যৌন উত্তেজক ভায়াগ্রার ক্ষতিকারক প্রভাবের শিকার হলেন কলম্বিয়ার এক ব্যক্তি। অতিরিক্ত ভায়াগ্রা গ্রহণের ফলে শেষ পর্যন্ত কেটেই বাদ দিতে হয়েছে দেশটির জেনটিল রামিরেজ পোলানিয়া নামে এক সরকারি কর্মকর্তার পুরুষাঙ্গ।
ওই ব্যক্তি কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য হুয়াইলয়ার জিগান্ত শহরের এক সরকারি কর্মকর্তা। নতুন বান্ধবীকে খুশি করতে একটু বেশি পরিমাণেই ভায়াগ্রা গ্রহণ করেছিলেন তিনি ।
জানা যায়, কিছুদিন আগে ৬৬ বছর বয়সী জেনটিল ভায়াগ্রা সেবনের পর থেকেই পুরুষাঙ্গে অসহ্য ব্যাথা শুরু হয়।
পুরুষাঙ্গে তীব্র ব্যাথা অনুভবের পর তাকে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা দেখেন কিছুদিনের মধ্যেই তার পুরুষাঙ্গে পচন শুরু হয়। শেষ পর্যন্ত অবস্থা এতটাই সঙ্গীন ছিল যে, অবশেষে কেটেই বাদ দিতে হয় তার বিশেষ অঙ্গটি।
চিকিৎসকরা জানিয়েছেন, পুরুষাঙ্গ বাদ না দিলে বাঁচানো যেত না জেনটিলকে।