মিজান লিটন —
সাবেক পররাষ্ট্রমন্ত্রী চাঁদপুর-৩ আসনের সাংসদ ডাঃ দীপু মনিকে আর ভোট যুদ্ধে নামতে হচ্ছে না। তাঁর আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দশম জাতীয় সংসদে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। গতকাল ৫ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের দিন এ বিষয়টি চূড়ান্ত হয়ে যায়।
দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিলো ২ ডিসেম্বর সোমবার। শেষ দিন পর্যন্ত চাঁদপুরের পাঁচটি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা ছাড়াও তিনটি আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী তিনজন এবং একটি আসনে স্বতন্ত্র হিসেবে দু’জনসহ মোট ১০জন দাখিল করেছেন। চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. মহীউদ্দীন খান আলমগীর ছাড়া আর কেহই মনোনয়নপত্র দাখিল করেন নি। সেজন্য তিনিও বলতে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হচ্ছেন।
গতকাল ৫ ডিসেম্বর ছিলো মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিন। এদিন চাঁদপুর-৩ আসনের মনোনয়নপত্র বাছাইয়ের দিন ধার্য ছিলো। এ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন জন। এরা হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত ডাঃ দীপু মনি, স্বতন্ত্র পরিচয়ে আলহাজ্ব অ্যাডঃ ইকবাল-বিন-বাশার ও মমিন উল্যাহ পাটোয়ারী বীর প্রতীক। এর মধ্যে গত ৩ ডিসেম্বর মমিন উল্যাহ পাটোয়ারী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এছাড়া অ্যাডঃ ইকবাল-বিন-বাশারও ইতিমধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে স্থানীয় সকল পত্রিকায় বিবৃতি প্রদান করেছেন। তথাপিও গতকাল নিয়ম অনুযায়ী চাঁদপুর-৩ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়। বাছাইতে ডাঃ দীপু মনির মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আর বাকি দু’জনের মধ্যে মমিন উল্যাহ পাটওয়ারীর মনোনয়ন প্রত্যাহার হিসেবে ধরে নেয়া হয় এবং অ্যাডঃ ইকবাল-বিন-বাশারের মনোনয়নপত্র ত্র“টিজনিত কারণে গ্রহণ করা হয়নি। এসব তথ্য জানিয়েছেন জেলা নির্বাচন অফিসার মোঃ আতাউর রহমান।
আজ ৬ ডিসেম্বর বাদ বাকি চারটি আসনের মনোনয়নপত্র বাছাই করা হবে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে মাঝখানে জুমার নামাজ ও মধ্যাহ্নের বিরতি দিয়ে বিকেল চার টা পর্যন্ত বাছাই চলবে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।