মতলব দক্ষিণে অবৈধভাবে ভটভটি, টমটম, করিমন, নসিমন, সেলো মেশিন চালিত যানবাহন চলাচল বন্ধে উপজেলা প্রশাসন কঠোর সিদ্ধান্ত নিয়েছে। আগামি ৩১ জুলাই’র মধ্যে মতলব দক্ষিণ উপজেলার কোন রাস্তায় চলাচল করতে দেখা গেলে ঐসব যানবাহন বাজেয়াপ্তসহ মালিক/চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কঠোর ব্যবস্থাগ্রহণ করা হবে।
উপজেলার নারায়ণপুর, নায়েরগাঁও, আলিয়ারা, আশ্বিনপুর, পিতাম্বদি, কাশিমপুর ও মতলবের বিভিন্ন হাটবাজারে দীর্ঘদিন যাবত এসব অবৈধ যানবাহনগুলো চলাচল করে আসছে। এতে প্রতিনিয়ত প্রাণহানি ও অঙ্গহানির ঘটনা ঘটছে। চলতি বছরের এপ্রিল মাসে নারায়ণপুর এলাকায় দু’টি দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ দু’জন পথচারী নিহত হয়। এছাড়া উপাদি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়। বেআইনী, অননুমোদিত, ঝুকিপূর্ণ জীবনহানির সমূহ সম্ভাবনা আছে এমন যানবাহন রাস্তাঘাটে চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্বেও তারা সমাজের কিছু স্বার্থম্বেষী মহল ও প্রশাসনের কতিপয় ব্যক্তিকে আঁতাত করে এসব যানবাহন রাস্তায় বিরামহীনভাবে চলাচল করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এ সকল যানবাহন চলাচলের কোন অনুমতি বা অনুমোদন দেওয়া হয়নি এ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয়।
বিষয়টি মতলব দক্ষিণ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় জনপ্রতিনিধিসহ বিভিন্ন ব্যক্তি ঐসব অবৈধ যানবাহনগুলো চলাচল বন্ধের বিষয়ে জোরালো দাবি জানানো হলে তা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। তাই মটরযান অধ্যাদেশ ১৯৮৩ ও বিভিন্ন সময়ে জারিকৃত সরকারের পরিপত্র/নির্দেশনা অনুযায়ী বে-আইনী, অননুমোদিত, ঝুকিপূর্ণ ও জীবনহানির সমুহ সম্ভাবনা আছে এমন কোন যানবাহন (ভটভটি, টমটম, করিমন, নসিমন, স্যালো মেশিনচালিত টেম্পু ইত্যাদি) রাস্তাঘাটে চলাচল নিষিদ্ধ। বার বার নিষেধ করা, মোবাইল কোর্ট পরিচালনা, পুলিশ বাহিনী নিয়মিত দায়িত্ব পালন স্বত্ত্বেও মতলব দক্ষিণে বিভিন্ন রাস্তায় এসব বেআইনী যানবাহন লাইসেন্সবিহীন চালক (অনেক ক্ষেত্রে কিশোর) দ্বারা চালিত হচ্ছে। এসব যানবাহন আগামি ৩১ জুলাইয়ের মধ্যে মতলব দক্ষিণ উপজেলার কোন রাস্তায় চলাচল করতে দেখা গেলে ঐসব যানবাহন বাজেয়াপ্তসহ মালিক/চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণের বিষয়ে কঠোরতম সিদ্ধান্ত নেওয়া হয়
শিরোনাম:
মঙ্গলবার , ১৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।