শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর শহরের চৌধুরী ঘাটে জেলা প্রশাসকের বন্দোবস্তকৃত খাসজমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মোঃ মাসুদ বেপারীকে দখল বুঝিয়ে দেওয়ার ঘটনায় পতিপক্ষরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করার ঘটনা ঘটেছে। এতে মেসার্স হাজী ট্রেডার্সের সত্ত্বাধীকারী মাসুদ বেপারীসহ ৩ জনকে আহত করেছে। এই ঘটনায় মাসুদ বেপারী বাদি হয়ে চাঁদপুর মডেল থানায় ৫ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, চাঁদপুর সদর উপজেলার ৯১ নং মিউনিসিপ্যালিটি মৌজার ১ নং খাস খতিয়ানভুক্ত ৩৬৩২ দাগের দেড় শতক ভূমি স্ট্রান্ড রোডের মৃত তাজুল ইসলামের ছেলে মাসুদ বেপারী জেলা প্রশাসকের কাছ থেকে স্থায়ী বন্ধবস্থ নেয়। কিন্তু সেই জায়গা দির্ঘদিন যাবত চৌধুরী ঘাটের ব্যাবসায়ী জামতলার সহিদ খাঁন ও তার ছেলে কবির দখল করে নিজেরা দখলে নিয়ে গোডাইন তৈরি করে। সে জায়গার দেড় শতাংশ বন্দোবস্তকৃত খাসজমিজেলা প্রশাসকের সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আশরাফুল করিমের নিদেশ্যে এলএ শাখা,জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর এর সার্ভেয়ার মোঃ মোস্তফা কামাল এবং এ কার্যালয়ের সার্ভেয়ার স্াজ্জাদ হোসেনকে নিযুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দখল দিতে বলা হয়। দুপুর ১০ টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মাসুদ বেপারীকে দখল বুঝিয়ে দেয়। এই ঘটনার পর গত বৃহস্পতিবার সকালে নিশি বিল্ডিং এলাকার মৃত কামতার খাঁনের পুত্র চৌধুরী ঘাটের ব্যাবসায়ি সহিদ খাঁন ও তার ছেলে কবির খাঁন,মোকতার খাঁন,বেলায়েত খাঁন ও সবুজ খাঁন ২০/২৫ জন লোক নিয়ে মেসার্স হাজী ট্রেডার্সে হামলা চালায়। তারা দোকানের ভিতরে ডুকে আসবাপত্র ভাংচুর করে ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করে ও সিন্ধুক ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় তাদেরকে বাঁধা দেওয়ায় মাসুদ বেপারী, মোক্তার বেপারী ও মনির হেসেনের উপর হামলা চালিয়ে আহত করে। পরে তাদেরকে সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়। চৌধুরী ঘাটে এই জায়গা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংঙ্খা দেখা দিয়েছে।
শিরোনাম:
বুধবার , ১৭ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ২ ভাদ্র, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।