বিদ্রোহী প্রার্থীরা সমঝোতায় আসলেও নির্বাচনী প্রচারনার কাজে নেই
মিজান লিটন: দ্বিতীয় পর্যায়ে ঘোষিত চাঁদপুরের ৫টি উপজেলা নির্বাচনে ভোট গ্রহন আগামী ২৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। অস্তিত্বের লড়াইয়ে টিকে থাকতে অবশেষে আওয়ামীলীগ ও বিএনপি সমর্থিত একক প্রার্থী নির্ধারণ করেছে দুই দলের জেলার শীর্ষ নেতৃবৃন্দ। দলের তৃণমূল নেতা-কর্মীদের সাথে যোগাযোগ, মতামত ও বিদ্রোহীদের সাথে একাধিক সমঝোতা বৈঠক করে এ সিদ্ধান্তে পৌঁছে। ১২ ফেব্রুয়ারী প্রার্থীদের প্রতিক বরাদ্দ পাওয়ার পর বেশ জমে উঠেছে নির্বাচনী প্রচারনা। প্রচারনার অংশ হিসেবে প্রার্থীদের পক্ষে মাইকিং করে মুখোরিত করে তুলেছে শহর ও গ্রামে। ব্যাপক হারে লাগানো শুরু হয়েছে পোস্টার। তবে বিদ্রোহী প্রার্থীরা সমঝোতার করাণে নির্বাচন থেকে সড়ে দাঁড়ালেও নির্বাচনের প্রচারণা কাজে তাদের দেখা যায়নি।
চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর, মতলব উত্তর ও মতলব দক্ষিন উপজেলা নির্বাচনে বিএনপি, আ’লীগ, জাতীয়পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ২২জন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন। এছাড়াও হাইমচর, ফরিদগঞ্জ উপজেলায় বড় দুই দলের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে দুই দলেরই প্রার্থী রয়েছে একাধিক। এদেরকে জেলার শীর্ষ নেতৃবৃন্দরাও বহু চেষ্টা চালিয়ে সমঝোতায় আনতে পারেনি। ফলে ভাইস-চেয়ারম্যান পদে উল্লেখিত ৫ উপজেলায় ২১জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করবেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করছেন ১১জন নারী।
দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নেতৃত্বাধীন ১৯দলীয় জোট অংশ গ্রহন না করলেও কেন্দ্রীয় পর্যায়ের সিদ্ধান্তের আলোকে স্থানীয় সরকার নির্বাচনে অংশ গ্রহন করছেন বলে মতামত প্রকাশ করেছেন বিএনপি জেলার নেতৃবৃন্দ। অপরদিকে চাঁদপুরের ৫টি আসনে আওয়ামীলীগ থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়। আগামী নির্বাচনগুলো সহজতর, মানুষ হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যেকে মোকাবেলা করতে এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে এ উপজেলা নির্বাচন অতিব গুরুত্বপূর্ণ বলে মতামত দিয়েছেন জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ।
চাঁদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী আনারস প্রতিক নিয়ে চলমান চেয়ারম্যান ইউছুফ গাজী, দোয়াত কলম প্রতিক নিয়ে বিএনপি সমর্থিত দেওয়ান সফিকুজ্জামান, টেলিফোন প্রতিক নিয়ে জাতীয়পার্টির অ্যাড. মহসীন খান ও কাপ-পিরিচ প্রতিক নিয়ে ইসলামী আন্দোলনের সমর্থনে মো. জয়নাল আবেদিন শেক প্রতিদ্বন্ধীতা করবেন। হাইমচর উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী নুর হোসেন পাটওয়ারী দোয়াত কলম, বিএনপি সমর্থিত প্রার্থী হারুনুর রশিদ আনারস, আ’লীগ বিদ্রোহী প্রার্থী চলমান চেয়ারম্যান শাজহাজান মোটর সাইকেল, কায়কোবাদ চুন্নু মিয়া কাপ পিরিচ, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এ্যাড. মুখলেছুর রহমান ঘোড়া প্রতিক নিয়ে প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
ফরিদগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামীগ সমর্থিত প্রার্থী উড়োজাহাজ প্রতিক নিয়ে সাহেদ সরকার, বিএনপি সমর্থিত প্রার্থী দোয়াত কলম প্রতিক নিয়ে শরীফ মো. ইউনুস, আ’লীগ বিদ্রোহী প্রার্থী আঃ বারী মিয়াজী কাপ-পিরিচ, বিএনপি’র বিদ্রোহী প্রার্থী এম.হান্নান চিংড়ি মাছ, অ্যাড. দুলাল মিয়া পাটওয়ারী- ঘোড়া, চলমান চেয়ার্যামন হাজী মোজাম্মেল টেলিফোন ও স্বতন্ত্র প্রার্থী আঃ মালেক বুলবুল আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
মতলব উত্তর উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী মঞ্জুর আহমেদ মঞ্জু আনারস, বিএনপি সমর্থিত প্রার্থী নুরুল হক সরকার দোয়াত কলম ও ইসলামী আন্দোলন সমর্থিত প্রার্থী আমান উল্যাহ সরকার কাপ-পিরিচ নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
মতলব দক্ষিন উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগ সমর্থিত প্রার্থী অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার দোয়াত কলম ও বিএনপি সমর্থিত প্রার্থী চলমান চেয়ারম্যান এম.এ.শুক্কুর পাটওয়ারী আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতা করবেন।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মমিনুল হক জানান, দলের সিদ্ধান্ত, কর্মীদের মতামত ও প্রার্থীদের গ্রহনযোগ্যতার আলোকে আমরা প্রার্থী নির্ধারণ করেছি। দলের বাহিরে যারা বিকল্প পথে হাটবে এবং দলের প্রার্থীর পক্ষে কাজ না করলে নির্বাচনের পরে ব্যবস্থা নেয়া হবে।
জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া এমপি ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল দলীয় নেত্রীর সিদ্ধান্তের আলোকে ৫ উপজেলায় একক প্রার্থী ঘোষণা করেছেন। ইতোমধ্যে তারা বিভিন্ন উপজেলায় প্রার্থীদের নিয়ে গণসংযোগও করতে শুরু করেছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।