স্টাফ রিপোর্টার ঃ চাঁদপুর সদর উপজেলার উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি অসুস্থ অ্যাডভোকেট তাহের হোসেন রুশদীর রোগমুক্তি কামনায় গতকাল বৃহস্পতিবার ( ১৪ সেপ্টেম্বর ) উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোশারফ হোসেন তালুকদার এর সভাপতিত্বে সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সহসভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী । স্বাগত বক্তব্য রাখেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন কবির তালুকদার । এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নাজমা আক্তার,সহকারী শিক্ষিকা রুবিনা আক্তার , সহকারী শিক্ষিকা মেহেরুনন্নেছা, সহকারী শিক্ষক ইদ্রিস আলী , সহকারী শিক্ষক সোহরাব হোসেন, , সহকারী শিক্ষক দীপকংর দে , সহকারী শিক্ষক নেছার আহমেদ,সহকারী লাইব্রেরীয়ান আব্দূল মান্নান,অফিস সহকারী মামুন হোসাইন । অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রীরা উপস্থিত ছিলেন । মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন সভাপতি অসুস্থ অ্যাডঃ তাহের হোসেন রুশদীর দ্রুত রোগমুক্তি কামনা করা হয় ।দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা রফিকুল ইসলাম ।
শিরোনাম:
রবিবার , ১৪ আগস্ট, ২০২২ খ্রিষ্টাব্দ , ৩০ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।