শাহরাস্তি প্রতিনিধিঃ
‘আইটিইটি’র নব-নির্বাচিত ১৪তম কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ অক্টোবর মঙ্গলবার দি ইন্সটিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)’ এর অডিটরিয়ামে এটি অনুষ্ঠিত হয়। নব-নির্বাচিত কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল্লাহ খন্দকার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মাসউদ আহমেদ, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুরসহ অন্যান্য নেতৃবৃন্দ।