আজ ০৬ অক্টোরব ২০২৩ ইং আইটি কম্পিউটার সিটি’র সনদ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চাঁদপুরের বাসস্ট্যান্ডের ফয়সাল শপিং কমপ্লেক্স এর তৃতীয় তলায় বৈশাখীর হলরুমে । অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জনাব মোহাম্মদ নাছির উদ্দিনের, চেয়ারম্যান, আইটি কম্পিউটার সিটি। প্রতিষ্ঠানের পরিচালক জনাব সাইফুল ইসলাম নিরবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর।
বিশেষ অতিথির বক্তব্য জনাব মিজানুর রহমান, প্রশিক্ষক ডিজিটাল মার্কেটিং আরও বক্তব্য দেন জনাব সাইফুল ইসলাম নাসির, প্রশিক্ষক গ্রাফিক ডিজাইন ও ফ্রিল্যান্সিং। এছাড়াও বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও সফল ফ্রিল্যান্সিং শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে সফল ফ্রিল্যান্সারদের ক্রেস্ট ও ১১৩ জন শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।