চাঁদপুরে আইটি কম্পিউটার সিটি’র ১৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল শনিবার সকাল ১০ টায় শহরের ফয়সাল শপিং কমপ্লেক্সের বৈশাখী চাইনিজ হোটেলের হলরুমে সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.এস.এম মোসা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং দৈনিক মেঘনা বার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াসউদ্দিন মিলন।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিনের সভাপতিত্বে ও পরিচালক সাইফুল ইসলাম নিরবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের প্রশিক্ষক ও সফল ফ্রিল্যান্সিং শিক্ষার্থীরা। আলোচনা শেষে ফ্রিল্যান্সারদের ক্রেস্ট ও ১০৩ জন শিক্ষার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।