জাটকা ধরতে দিবো না মা ইলিশ নস্ট হতে দিবো না
…………………………..জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল
শাহরিয়ার খাঁন কৌশিক ॥ ঃ
আইনশৃঙ্খলা ও দ্রব্যমুল্য স্থিতিশীল রাখার লক্ষে স্থানীয় ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহারের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে চেম্বার ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল বলেন, আমি ব্যাক্তিগতভাবে অন্যায়ের ব্যাপারে জিরো ট্ররারেন্সের আর ন্যায়ের পক্ষের মানুষ। আমি চাঁদপুরে একটি পজেটিভ ধারণা নিয়ে যোগদান করেছি। চাঁদপুরের কোনো খারাপ মানুষের তালিকা আমার কাছে নেই। দু’একজন খারাপের তালিকায় আছে আর সেটা সব জেলাতেই থাকে। নিসিদ্ধ কাজ যতো বালো মানুষই করুক না কেনো আইনের চোখে তারা সব সময় অপরাধীই থাকবে। সম্প্রতি সময়ে একটি সিন্ডিকেট ইচ্ছাকৃতভাবে পেয়াজের মুল্য বৃদ্ধি করেছে। যারা ইচ্ছাকৃতভাবে দ্রব্যমুল্যের দাম বাড়ায় তারা সমাজের জঘন্যতম অপরাধী। তাদের ভাবা উচিত যে এই পন্যগুলো তাদেরই কোনো ভাই বা আত্মিয় কিণে খাবে। সুতরাং অধিক মুনাফা লাভের জন্য অন্যকে কষ্ট দেয়াটা অন্যায়, এবং জঘন্যতম অপরাধ। তিনি আরো বলেন, আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের আমাদের সহযোগীতা চাইবেন। কারণ আমরা জনগণকে সহযোগিতা করার জন্য দায়িত্ব নিয়েছি। আমরা চাই চাঁদপুর জেলা একটি সুন্দর এবং উন্নত জেলা হিসেবে প্রতিষ্টিত হোক। আগামী ১০ সেপ্টম্বর থেকে ৯ অক্টবোর পর্যন্ত ১৫ দিন মাছ ধরা বন্ধ। এ সময়
পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, চাঁদপুরের ব্যবসায়ীদের সুনাম ইতিমধ্যেই আমি অবগত হয়েছি। আমি আপনাদের কাছে আশা করবো এর ধারাবাহিকতা আগামি দিনেও ধরে রাখবেন। খাবার জীবিকার অন্যতম মাধ্যম।তাই খাবাওে যারা ভেজাল মিশাবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ভেজাল বিষয়ে কোন ভাবেই আপোশ হবে না।
চেম্বার পরিচালক তমাল কুমার ঘোষের পরিচালনায়, মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্বা নাছির উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহম্মদ আশ্রাফ আহমেদ। মতবিনিময় সভায় উপস্থিত ব্যবসায়ী ও চেম্বার পরিচালকবৃন্দ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন পৌর আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, চেম্বার পরিচালক রোটাঃ হাজী আব্দুল কাশেম গাজি, মালেক খন্দকার, সালাউদ্দিম মো. বাবর, রোটাঃ জামাল হোসেনসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।