মোঃ আমিনুল ইসলাম ॥
আগামীকাল চাঁদপুরের বহুল প্রতিক্ষিত শাহরাস্তি পৌরসভার নির্বাচন। সুষ্ঠ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র্যাবের ৩টি টিম পর্যাপ্ত পরিমাণ পুলিশ ও আনসার সদস্য নিয়োজিত থাকবেন। শাহরাস্তি পৌরসভার ১২টি কেন্দ্রে ১২ জন প্রিজাইডিং অফিসার, ৮৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৬৮ জন পুলিং অফিসার কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োজিত থাকবেন। আজ ১৪ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল, পুলিশ সুপার শামছুন নাহার, জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল মাসুদ, সহকারী কমিশনার ভূমি মোছাঃ জেসমিন আকতার বানু, সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার নিশাদ পারভীন, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, কেন্দ্রে নিয়োজিত ম্যাজিস্ট্রেট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টিম প্রধানগণ উপস্থিত ছিলেন। সভায় নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। ১৯৯৮ সালে শাহরাস্তি পৌরসভা গঠিত হয়। প্রথম নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ.জা. ফজলুল কাদের নির্বাচিত হন। দ্বিতীয় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মোশারফ হোসেন পাটওয়ারী নির্বাচিত হন। তৃতীয় পৌরসভা নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ মোস্তফা কামাল শাহরাস্তি পৌরসভার মেয়র নির্বাচিত হন। চতুর্থ এ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাজী আবদুল লতিফ ও বিএনপি মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা কামাল একক প্রার্থী হিসেবে এ নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করছেন। দীর্ঘ ৫ বৎসর বিএনপির দখলে থাকা মেয়রের পদটি উদ্ধারের চেষ্টায় মরিয়া আওয়ামী লীগ। সেক্ষেত্রে বিএনপি মেয়রের পদটি পুনরুদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। ইতিমধ্যে দু’টি দলের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে। দু’টি দলের প্রার্থীই নির্বাচনী মাঠে সমানতালে এগিয়ে রয়েছে। নির্বাচনে ২ জন মেয়র, ১১ জন সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও ৪৭ জন কাউন্সিলর প্রতিদ্বন্ধীতায় অংশ নিচ্ছেন।
১৯৯৮ সালে ৯টি ওয়ার্ড নিয়ে এ পৌরসভাটি গঠিত হয়। তখন পৌরসভাটি “গ” শ্রেণিতে থাকলেও বর্তমানে শাহরাস্তি পৌরসভাটি “ক” শ্রেণীতে উন্নীত হয়েছে এবং সীমানা বৃদ্ধি পেয়ে ১২টি ওয়ার্ডে রূপান্তরিত হয়েছে। বর্তমানে শাহরাস্তি পৌরসভার মোট ভোটার ২৬ হাজার, ৩৮ জন। এতে পুরুষ ভোটার ১২ হাজার ৯ শত ৬৭ জন, মহিলা ভোটার ১৩ হাজার ৭১ জন। নির্বাচন কমিশন ১২টি কেন্দ্রের মধ্যে কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেনি।
গত ৩০ ডিসেম্বর সারা দেশের ২৩৪ টি পৌরসভা নির্বাচন সম্পন্ন হলেও শাহরাস্তি পৌরসভার বর্ধিত ৩টি ওয়ার্ডের সীমানা সংক্রান্ত জটিলতা থাকায় এ পৌরসভায় নির্বাচন হয়নি। গত ১৪ ফেব্রুয়ারী নির্বাচন কমিশন চাঁদপুরের শাহরাস্তি ও ভোলার চর ফ্যাশন পৌরসভার নির্বাচনী তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী আজ ১৫ ফেব্রুয়ারী সোমবার শাহরাস্তি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।
চাঁদপুরের সকল মানুষের দৃষ্টি আজ শাহরাস্তি পৌরসভার নির্বাচনকে ঘিরে। সেক্ষেত্রে শাহরাস্তি পৌরসভার নগর পিতা হিসেবে কে হাসেন শেষ হাসি সেটাই এখন দেখার বিষয়।