কচুয়া : আগামী জাতীয় সংসদ নির্বাচনে যারা অংশ নেবে না তাদের দেশ, গণতন্ত্র ও সংবিধানের শত্রু হিসেবে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর বলেছেন,‘এদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।’ শুক্রবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার সচার-শুয়ারু সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন। সংবিধানকে গণতান্ত্রিক নির্বাচনের মূলশক্তি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, সরকারের মেয়াদ শেষে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্বাচন করতে হবে। ৫ বছর শেষে সংবিধানের যে বিধান বা অনুজ্ঞা আছে সে অনুযায়ীই যথাসময়ে নির্বাচনে অনুষ্ঠিত হবে।’ মন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘কোনো ব্যক্তি বিশেষ, গোষ্ঠী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, এটা তার ইচ্ছা। কিন্তু নির্বাচনে বাধা দেয়ার জন্য কোনো গোষ্ঠী বিশেষ কোনো রাজনৈতিক দল কোনো পদক্ষেপ নিলে সংবিধান লংঘনকারী বিবেচনা করে তাদের বিরুদ্ধে সর্বাত্মক ব্যবস্থা নেয়া হবে।’ এ সময় উপস্থিত ছিলেন- এলজিইডির নির্বাহী প্রকৌশলী মহসীন আহমেদ, কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা জিয়া আহমেদ সুমন, ইউপি চেয়ারম্যান ওসমান গণি মোল্লা, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মহুরী প্রমুখ। এরপর মন্ত্রী কচুয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় যোগ দেন।
শিরোনাম:
মঙ্গলবার , ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ , ১৪ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।