মতলব উত্তর : ছেংগারচর পৌরসভা আমার হাতে গড়া, এর উন্নয়ন আমি নিজেই করব। মহাজোট সরকারের আমলে অনেক কাজ শুরু হয়েছে। এ কাজ সমাপ্ত করতে সময় দিতে হবে। আগামী নির্বাচনে আ’লীগ জয়লাভ করলে ও সরকার গঠন করলে উন্নয়নের জোয়ার দেখবে এ পৌরবাসী। এ উপজেলায় দু’টি ব্রীজ, ফায়ার সার্ভিস, পৌরবাসীর জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। আমি মতলবের ছেলে, মতলবের মানুষের চাহিদানুযায়ী কাজ করব। উন্নয়ন করার জন্য মানুষের প্রয়োজন, আর আমি তা জানি। শুধু সময়ের প্রয়োজন। সরকার জনআতঙ্কে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার এ বক্তব্য ভুল বলে মন্তব্য করে ঢাকা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীবরবিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে।
তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেছেন, সরকার পাগল হয়ে গেছে। তাই জনআতঙ্কে রয়েছে। পাগলা কুকুর কামড় দিলে জলাতঙ্ক রোগ হয়। সরকার নয় বরং তারাই (বিএনপি) ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় আসার জন্যে নিজেদের অফিসে আগুন দিচ্ছে, সভা পন্ড করে দিচ্ছে। ক্ষমতার লিপ্সায় তারা মরিয়া হয়ে উঠেছে। কার আগে কে ক্ষমতার স্বাদ নেবে এ আশায়।
এক ইফতার মাহফিলে ‘জনআতঙ্কের’ কারণে আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চাইছে না বলে দাবি করেন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া।
বিরোধী দলীয় নেত্রীর এ বক্তব্যের প্রেক্ষিতে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীবরবিক্রম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, এ সরকার গণমুখী সরকার, জনআতঙ্ক সরকারের নয়, তারাই জনআতঙ্কে ভুগছে।
শনিবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর আওয়ামীলীগ আয়োজিত এক ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীবরবিক্রম বলেন, বিরোধী দলীয় নেত্রী বলেছেন নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব দিয়ে তিনি অবসরে যাবেন। আমরাও তা চাই। কিন্তু তার নতুন নেতৃত্ব তারেক রহমান। যার বিরুদ্ধে ২১ আগস্টের গ্রেনেড হামলার অভিযোগ রয়েছে, যিনি হাওয়া ভবন তৈরি করে সব কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করেছেন। এ নতুন নেতৃত্ব দেশবাসী চান না।
তিনি বলেন, দুর্নীতিতে চ্যাম্পিয়ন, সিরিজ বোমা হামলা, সন্ত্রাসের মাধ্যমে সারা দেশে আতঙ্ক সৃষ্টি করেছিল বিএনপির চারদলীয় জোট সরকার। দেশের মানুষ বিভীষিকাময় সেই সময়ে আর ফিরে যাবেন না।
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে মায়া চৌধুরী বলেন, সরকারের পৌনে পাঁচ বছর হতে চলেছে। এ সময়ে অনেক উন্নয়ন কর্মকান্ড হয়েছে। আরো অনেক উন্নয়ন কর্মকান্ড চলছে।
বিএনপি-জামায়াত জোট সরকার আবার ক্ষমতায় আসলে দেশে জঙ্গীবাদের পুনর“ত্থান ঘটবে। সাম্প্রদায়িক-মৌলবাদী এ চক্র বর্তমান অবস্থা থেকে দেশকে অনেক পিছনে টেনে নিয়ে যাবে। তাই আগামী নির্বাচনে এ অপশক্তিকে রুখতে দেশের সকল অসা¤প্রদায়িক ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসলে নারীদেরকে গৃহবন্দী করে রাখা হবে। মহাজোট সরকারের আমলে শিক্ষা ক্ষেত্রে যে সাফল্য অর্জিত হয়েছে, সেখানে বিপর্যয় নেমে আসবে। পাশাপাশি বর্তমান সরকারের আমলে গ্রামের কৃষকদের জন্য বরাদ্দ সকল সুযোগ-সুবিধা বাতিল করে দেওয়া হবে।
যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াতে ইসলামকে রক্ষা করতে হেফাজতে ইসলাম কাজ করে যাচ্ছে উলেখ করে বর্ষীয়ান এ নেতা বলেন, হেফাজতে ইসলাম আসলে হেফাজতে জামায়াত। হেফাজতের আবরণে জামায়াতে ইসলাম কাজ করে যাচ্ছে। কওমী মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে এ সংগঠন গড়ে তোলার পেছনে কাজ করেছে জামায়াত। পরে তাদের সঙ্গে যুক্ত হয়েছে বিএনপি। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে তর“ণ প্রজন্মের গণজাগরণকে জাতির ইতিহাসে একটি গৌরবজনক অধ্যায় হিসেবে আখ্যায়িত করেন।
ছেংগারচর পৌর আওয়ামীলীগ কার্যালয়ে পৌর আ’লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আতাউর রহমান ঢালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ-কমিটির সম্পাদক এডভোকেট নূরাল আমিন রাহুল, চাঁদপুর জেলা আ’লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ মঞ্জু, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল আলম জজ, মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ূব আলী গাজী। আরো বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব অলিউল্যাহ দর্জি, আল-মাহমুদ টিটু, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র র“হুল আমিন মোলা, কাউন্সিলর শাহাদাত হোসেন খোকন ঢালী, পৌর যুবলীগের সাধারন সম্পাদক জাকির খান, পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, ছাত্রলীগের সভাপতি মাহবুব আলম বাবু, ছেংগারচর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহবায়ক মনির হোসেন প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।