প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি
আবু সাঈদ,কচুয়াঃ
আগামী শনিবার ৬ ফেব্রুয়ারী কচুয়ার ঐতিহ্যবাহী ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিচ্ছেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে যোগ দিচ্ছেন-সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। এছাড়াও সরকারের আরও ক’জন সংসদ সদস্য সহ সরকারের বিভিন্ন বিভাগের উচ্চ পর্যায়ের বেশ ক’জন কর্মকর্তা উক্ত অনুষ্ঠানে যোগ দিবেন। নবীন বরন উপলক্ষে ৩ পর্বের অনুষ্ঠান সূচী গ্রহন করা হয়েছে।
প্রথম পর্বে-সকাল সোড়া ১০টায় শুরু হবে কলেজ মিলনায়তনে নবীনদের বরন অনুষ্ঠানে। এ অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। এছাড়া প্রধান অতিথি ও বিশেষ অতিথি কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করবেন। এ পর্বটি শিক্ষক, ছাত্রী ও আগত অতিথিদের জন্য সীমিত।
দ্বিতীয় পর্বে-দুপুর সাড়ে ১২টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হবে অভিভাবক সভা। এ অনুষ্ঠানটিতে অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক, ছাত্রী ও অতিথিদের জন্য উন্মুক্ত।
তৃতীয় পর্বে-অপরাহ্ন ২ টায় একই স্থানে অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান। এ অনুষ্ঠানে কলেজের ছাত্রীরা ছাড়াও সঙ্গীত পরিবেশন করবে ইলেক্ট্রনিক মিডিয়া আরটিভি ও বাংলাভিশনের শিল্পীবৃন্দ। এ অনুষ্ঠানটি সকলের জন্য উন্ম্ক্তু থাকবে।
৩টি পর্বে সভাপতির আসন অলংকৃত করবেন-কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম হোসেন। ড. মনসুর উদ্দীন মহিলা কলেজের শিক্ষামন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এলাকায় সর্বস্তরের লোকজনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।