আগামী ৩ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৯ জুন। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পরীক্ষার এ সময়সূচি দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, দিনের প্রথম ভাগের পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। চলবে দুপুর ১টা পর্যন্ত। আর শেষ ভাগের পরীক্ষা শুরু হবে বেলা ২টায়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
৩ এপ্রিল বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পরীক্ষার শুরুতেই অনুষ্ঠিত হবে বহুনির্বাচনী অংশটি। এরপর ১০ মিনিট বিরতি দিয়ে হবে সৃজনশীল অংশ।
প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ জুন এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার পর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। ১১ থেকে ২০ জুনের মধ্যে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
গত কয়েক বছর ধরে ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছিল। এবার ১ এপ্রিল শুক্রবার পড়ায় দুইদিন পরে পরীক্ষা শুরু হচ্ছে।