প্রেস বিজ্ঞপ্তি
‘নতুন আঙ্গিকে সত্যের পথে’ এই শ্লোগানকে সামনে রেখে আজ ১৩ জুলাই, ২০১৪ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো নতুন ধারার অনলাইন পত্রিকা ‘নতুন সময়’। এ উপলক্ষে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির দ্বিতীয় তলায় সাগর-রুনী মিলনায়তনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা জনাব ইকবাল সোবহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য জনাব আ আ ম স আরেফিন সিদ্দিক। এছাড়া অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেশের স্বনামধন্য অনলাইন পত্রিকা নতুনবার্তা ডট কমের সম্পাদক জনাব সরদার ফরিদ আহমদ। । এছাড়া বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘নতুন সময়’ এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ইকরাম। এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘নতুন সময়’ এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক ও সম্পাদক জনাব শওগাত হোসেন বাবলু।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, সত্য ও ন্যায়ের পক্ষে আপোষহীনভাবে কাজ করে যাবে ‘নতুন সময়’।