আজ শনিবার চলতি বছরের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। রেওয়াজ অনুযায়ী তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার নির্ধারিত ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কড়া নির্দেশ রয়েছে। সেজন্য বর্তমান মহাজোট সরকারের আমলে এবারই প্রথম শনিবার কোনো পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হচ্ছে। আর এজন্যা আজ শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব অফিসও খোলা থাকবে। এ প্রসঙ্গে জানতে চাইলে শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী জানান, আগামীকাল শনিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেবেন। এ সময় তার সঙ্গে থাকবেন সব শিক্ষাবোর্ডের চোয়ারম্যানগণ। অতপর দুপুর ১টায় তিনি সচিবালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরবেন।
এর পর আগামীকাল দুপুর ২টায় পর থেকে পরীক্ষার্থীরা তাদের নিজ নিজ কেন্দ্র থেকে ফলাফল জানতে পারবেন। মন্ত্রনালয় সূত্রে জানা গেছে, আগামীকাল দুপুর ২টার পর থেকে সকল কেন্দ্র, ইন্টারনেট ও মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় জানায়, এবার দেশের দুই হাজার ২৮৮ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অংশ নিয়েছিল ১০ লাখ ১২ হাজার ৫৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৫ লাখ ৩৫ হাজার ৬৬২ জন ছাত্র এবং ৪ লাখ ৭৬ হাজার ৯১৯ জন ছাত্রী। গত বছর এইচএসসিতে ৯ লাখ ২৬ হাজার ৮১৪ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। সেই হিসেবে এবার পরীক্ষার্থী বেড়েছে ৮৫ হাজার ৭৬৭ জন।
মোট পরীক্ষার্থীদের মধ্যে এইচএসসিতে আট লাখ ২৩ হাজার ২৪১ জন, আলিমে ৮৮ হাজার ৭৭৯ জন, এইচএসসি বিএম বা ভোকেশনালে ৯৫ হাজার ৯৫৬ জন এবং ডিআইবিএসে চার হাজার ৬০৫ জন। এছাড়া ঢাকার বাইরে এবারও বিদেশের পাঁচটি কেন্দ্রে ১৬৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এবার বাংলা প্রথম পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, পৌরনীতি প্রথম ও দ্বিতীয় পত্র, ব্যবসায় নীতি ও প্রয়োগ প্রথম ও দ্বিতীয় পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হয়। গত বছর শুধু বাংলা প্রথম পত্রের পরীক্ষা সৃজনশীল প্রশ্নে হয়েছিল।
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ইউজার নাম ও পাসওয়ার্ড ব্যবহার করে স্ব স্ব প্রতিষ্ঠানের ফল পাবেন। এছাড়া পরীক্ষার্থীরা ইন্টারনেটের https://www.educationboardresults.gov.bd/regular/index.php ঠিকানায় ব্রাউজ করে নির্ধারিত বোর্ড নির্বাচন করে ও রোল দিয়ে সার্চ দিলে ফল পাবেন। এছাড়া টেলিটকসহ অন্যান্য অপারেটরের মোবাইলে মেসেজ অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য ঐঝঈ ও মাদ্রাসা বোর্ডর জন্য অষরস লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর টাইপ করে পাসের সাল দিয়ে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
অপরদিকে কোনো পরীক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণ করতে চাইলে শুধু টেলিটক প্রিপেইড মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল লিখে স্পেস দিয়ে বিষয় কোর্ড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। প্রতিটি বিষয় ও পত্রের জন্য ১৫০ টাকা ফি নেয়া হবে। তবে দুই পত্রের বিষয়গুলোর জন্য ৩০০ টাকা কেটে নেয়া হবে।
ফিরতি এসএমএসে টাকা কেটে নেয়ার তথ্য জানিয়ে পিন নম্বর দেয়া হবে। আবেদনে রাজি থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন লিখে স্পেস দিয়ে কনটাক্ট নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। একই এসএমএসের মাধ্যমে পর্যায়ক্রমে বিষয় কোড লিখে একাধিক বিষয়ের আবেদন করা যাবে।
প্রসঙ্গত গত ১ এপ্রিল থেকে দশটি শিক্ষাবোর্ডের মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসি, মাদাসা বোর্ডের অধীনে আলিম এবং কারিগরি বোর্ডের অধীনে ভোকেশনাল বা বিএম (বিজনেস ম্যানেজমেন্ট) ও ডিআইবিএসে পরীক্ষা শুরু হয়। সূচি অনুযায়ী গত ২৮ মে তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও হরতালসহ নান অস্থিরতার কারণে তা শেষ হয় ১ জুন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।