আজ চাঁদপুরের চার উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ
প্রার্থী ৪২ ।। ভোটার ৮ লাখ ৯৬ হাজার ।। কেন্দ্র ৩৬৭
এ এইচ এম আহসান উল্লাহ
অবশেষে হাইমচর উপজেলা পরিষদের নির্বাচন আজ হচ্ছে না। এ উপজেলার নির্বাচনের উপর হাইকোর্টের দেয়া স্থগিতাদেশ বহাল রেখেছে চেম্বার জজ আদালত। গতকাল শুনানি শেষে চেম্বার জজ আদালতের বিচারক এ সিদ্ধান্ত দেন। এ ছাড়া অন্য চার উপজেলা চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের আজ ভোটগ্রহণ। সকল দল ও মতের মানুষের স্বতস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনায় এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রশাসন শতভাগ নিরপেক্ষতা বজায় রেখে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বচ্ছতার সাথে এ নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। এ লক্ষ্যে চার উপজেলায় নজিরবিহীন নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে।
চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় আজ দেশের ১১৫টি উপজেলায় ভোটগ্রহণ। এর মধ্যে রয়েছে চাঁদপুরের চারটি। এ চার উপজেলায় মোট প্রার্থী হচ্ছে ৪২ জন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন ১৭ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ৯ জন। তবে মতলব উত্তর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না।
চার উপজেলায় মোট ভোটার হচ্ছে ৮ লাখ ৯৬ হাজার ৫শ� ৮০। এর মধ্যে পুরুষ ভোটার ৪ লাখ ৪৯ হাজার ৭শ� ২৭ ও মহিলা ভোটার ৪ লাখ ৪৬ হাজার ৮শ� ৫৩। ভোট কেন্দ্র মোট ৩শ� ৬৭, বুথ সংখ্যা ২ হাজার ৪শ� ৩১ ও অস্থায়ী বুথ সংখ্যা ৯৬। এ চার উপজেলার মধ্যে সবচে� বেশি ভোটার সদর উপজেলায় ২ লাখ ৯৬ হাজার ৮শ� ১১ জন। আর সবচে� বেশি প্রার্থী ফরিদগঞ্জে ১৭ জন এবং সবচে� কম প্রার্থী মতলব উত্তরে ৫ জন।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। ৩শ� ৬৭ কেন্দ্রে সমান সংখ্যক প্রিজাইডিং অফিসার, ২ হাজার ৪শ� ৩১ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৪ হাজার ৮শ� ৬২ জন পোলিং অফিসার ভোটগ্রহণ কাজে নিয়োজিত থাকবেন। এ ছাড়া প্রতি বুথে প্রার্থীদের পোলিং এজেন্টও থাকবে।