প্রথমবারের মতো চাঁদপুরে জেলা প্রশাসনের উদ্দ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে আজ ১ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাংস্কৃতিক মাস ২০১৫ উপলক্ষে শুরু হচ্ছে সাংস্কৃতিক উৎসবের। সন্ধ্যায় বিজয় মেলার মঞ্চে উৎসবরে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। উৎসব ১ ডিসেম্বর ২০১৫ থেকে ১ জানুয়ারি ২০১৬ মাসব্যাপী সাংস্কৃতিক কর্মসূচির মধ্য দিয়ে এটি পালিত হবে। কর্মসূচি যথাযথভাবে পালনের লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে।
প্রথমবারের মতো মাসব্যাপী সাংস্কৃতিক উৎসবকে ঘিরে সাংস্কৃতিক পাড়ায় কর্মীদের মাঝে বেড়ে ব্যবস্তা। জেলা সদরের প্রায় সকল সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবশেনা শিল্পকলা মঞ্চে করার জন্য রিহেরসালে নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে। সাংস্কৃতিক মাসে সফল ও স্বার্থক করার লক্ষ্যে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সেগুলো হলো ঃ ২ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে স্বরলিপি নাট্য দলের নাটক মঞ্চায়িত হবে। ৩ ডিসেম্বর বিকেল ৪টায় বিজয় মেলা মঞ্চে বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান। ৪ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লোকসঙ্গীত ও গণসঙ্গীত পরিবেশন করবেন জেলা উদীচী শিল্পী গোষ্ঠী। ৫ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত, লোকসঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন চাঁদপুর সঙ্গীত নিকেতন। ৬ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে চাঁদপুর ড্রামার আয়োজনে নাটক মঞ্চায়ন হবে। ৭ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করবেন চাঁদপুর আনন্দ ধ্বনি। ৮ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত ও পঞ্চ কবির গান পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলিত পরিষদ, চাঁদপুর। ৯ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মেঘনা থিয়েটারের আয়োজনে নাটক মঞ্চায়ন হবে। ১০ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে উদীচী নাট্য বিভাগের নাটক মঞ্চায়িত হবে। ১১ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুপম নাট্য গোষ্ঠীর নাটক মঞ্চায়িত হবে। ১২ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সৃজনশীল ও লোকনৃত্য পরিবেশন করবেন নৃত্যধারা, চাঁদপুর। ১৩ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযুদ্ধের গান ও গণসঙ্গীত পরিবেশন করবেন স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, বিকেল ৪টায় আধুনিক বাংলা গান ও নৃত্য পরিবেশন করবেন নতুনকুঁড়ি, চাঁদপুর। ১৪ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনন্যা নাট্য গোষ্ঠীর নাটক মঞ্চায়ন হবে। ১৫ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মুক্তিযুদ্ধের গান ও আধুনিক বাংলা গান পরিবেশন করবেন চাঁদপুর ললিতকলা। ১৬ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় মেলা মঞ্চে জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে মহান বিজয় দিবসের অনুষ্ঠান। ১৭ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে রবীন্দ্র সঙ্গীত ও জারি গান পরিবেশন করবেন উদয়ন সঙ্গীত বিদ্যালয়। ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নজরুল সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করবেন সারদা দেবী সঙ্গীত বিদ্যালয়, হাজীগঞ্জ এবং বিকেল ৪টায় দেশাত্মবোধক, পল্লীগীতি ও নৃত্য পরিবেশন করবেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, চাঁদপুর। ১৯ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে মনিপুরি ও সৃজনশীল নৃত্য পরিবেশন করবেন নৃত্যাঙ্গন, চাঁদপুর। ২০ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নজরুল সঙ্গীত ও মুক্তিযুদ্ধের গান পরিবেশন করবেন সুরধ্বনি সঙ্গীত একাডেমী। ২১ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণচোরা নাট্য গোষ্ঠীর নাটক মঞ্চস্থ হবে। ২২ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৩ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর বন্ধ। ২৪ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৫ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি ও স্বরচিত কবিতা পাঠ। ২৬ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বিতর্ক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ২৭ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লোকসঙ্গীত, আধুনিক বাংলা গান ও নৃত্য পরিবেশন করবেন পুনাক ও অগ্নিবীণা সাংস্কৃতিক সংগঠন। ২৮ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে নজরুল ও লোকসঙ্গীত পরিবেশন করবেন সপ্তসুর সঙ্গীত একাডেমী। ২৯ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে বর্ণমালা থিয়েটারের নাটক মঞ্চায়ন হবে। ৩০ ডিসেম্বর সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা পর্যায়ের প্রতিযোগিতা, বিকেল ৪টায় উচ্চাঙ্গ নৃত্য পরিবেশন করবেন সপ্তসুর নৃত্য শিক্ষালয়, চাঁদপুর। ৩১ ডিসেম্বর বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে লোকসঙ্গীত ও আধুনিক বাংলা গান পরিবেশন করবেন চতুরঙ্গ সাংস্কৃতিক সংগঠন, চাঁদপুর। ১ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায় বিজয় মেলা মঞ্চে সাংস্কৃতিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এছাড়া শিশু কিশোরদের মাঝে থাকছে চিত্রাংক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় জেলার সকল উপজেলা থেকে বিজয়ীরা জেলা সদরে এসে প্রতিযোগিতায় অংশ নিবে। এসকল অনুষ্ঠান সফল করার জন্য সাংস্কৃতিক সংগঠক ও কর্মীদের সমন্বয়ে বিভিন্ন উপ-কমিটি করা হয়েছে। উৎসবকে সফল করার লক্ষে এসকল উপ-কমিটির সদস্যরা নিরলস কাজ করে যাচ্ছে।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।