প্রতিনিধি==
আজ রোববার থেকে টানা ৮৪ ঘণ্টার হরতাল ঘোষণা করেছে ১৮ দলীয় জোট। আজ ১০ নভেম্বর ভোর ৬টা থেকে এ হরতাল শুরু হয়ে ১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ হরতাল চলবে। গত শুক্রবার ১৮ দলীয় জোটের মহাসবচিব পর্যায়ের বৈঠক শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৭২ ঘন্টার হরতাল ঘোষণা দেন।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে প্রথমে এ ৭২ ঘন্টার হরতালের ঘোষণা দেয়া হয়। হরতাল ঘোষণার পর পরই বিএনপির স্থায়ী কমিটি সদস্য এমকে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও ব্যারিস্টার মওদুদ আহমেদকে ডিবি পুলিশ আটক করে। কেন্দ্রীয় নেতাদের গ্রেফতার করায় গতকাল আরো একদিনের হরতাল যোগ করা হয়। তাই ৭২ ঘন্টা থেকে হরতাল হয়ে যায় ৮৪ ঘন্টায়। গতকাল দুপুরে ঢাকা নয়া পল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আরো একদিনের হরতাল ঘোষণা করেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।