চাঁদপুর প্রতিনিধি
মা ইলিশ ডিম ছাড়বে, তাই নদীতে জাল ফেলা নিষিদ্ধ করেছে প্রশাসন। এ জন্য আগামীকাল রবিবার থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চাঁদপুরের পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, প্রতিবছর ভরা পূর্ণিমার এ মাসে সাগর ছেড়ে মা ইলিশ ডিম ছাড়তে মিঠা পানিতে আসে। এতে ইলিশ বিচরণের নদীগুলোয় মা ইলিশে পরিপূর্ণ থাকে। এমন পরিস্থিতিতে সরকারি সিদ্ধান্ত হচ্ছে, ইলিশের বংশ বৃদ্ধিতে পদ্মা-মেঘনাসহ দেশের উপকূলীয় নদীতে ১১ দিন সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। চাঁদপুরে মতলবের উত্তরের ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজাণ্ডা পর্যন্ত ১০০ কিলোমিটার নদীতে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এ সময় মাছ ধরা, পরিবহন, সংরক্ষণ ও বিপণন বেআইনি বলে গণ্য হবে।
চাঁদপুর নিউজ সংবাদ