এক হাজার ৪১২ বছর আগে হিজরি ২৩ সনের ২৮ সফর মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগভোগের পর সামান্য সুস্থ বোধ করেন।
স্টাফ রিপোটার
আজ বুধবার আরবি ২৮ সফর আখেরি চাহার শম্বা।বুধবার আখেরি চাহার শম্বা
বুধবার থেকে এক হাজার ৪১২ বছর আগে হিজরি ২৩ সনের ২৮ সফর মহানবী হজরত মুহাম্মদ (সা.) দীর্ঘ রোগভোগের পর সামান্য সুস্থ বোধ করেন। দিনটি ছিল বুধবার। মহানবী (সা.)-এর সুস্থতা স্মরণে মুসলিম সম্প্রদায় দিনটি আনন্দের দিন হিসেবে পালন করে।
আখেরি চাহার শম্বা ফারসি শ্বব্দগুচ্ছ। এর বাংলা প্রতিশব্দ শেষ বুধবার। হিজরি সফর মাসের ২৮ তারিখ আখেরি চাহার শম্বা পালিত হয়। সফর মাসের শুরুতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হজরত মুহাম্মদ (সা.)। ক্রমেই তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। শেষ দিকে অবস্থার এতই অবনতি হয় যে তিনি নামাজে ইমামতি পর্যন্ত করতে পারছিলেন না। ২৮ সফর মহানবী (সা.) সুস্থ হয়ে ওঠেন। গোসল করেন। ওই গোসলই ছিল তার শেষ গোসল।
আখেরি চাহার শম্বা উপলক্ষে বুধবার সন্ধ্যা ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভার আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ ছাড়া বিভিন্ন সংগঠন এ উপলক্ষে কর্মসূচি পালন করবে। অনেক মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।