আজ ৯ ডিসেম্বর বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস সারাদেশের ন্যায় চাঁদপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে।
এ উপলক্ষে আজ ৯ ডিসেম্বর সোমবার সকাল সাড়ে ৯টায় চাঁদপুর পৌরসভা জেন্ডার কমিটির বাস্তবায়নে টএওওচ-২ এর অর্থায়নে চাঁদপুর পৌরসভার সহযোগিতায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এছাড়া বাংলাদেশের অকৃত্রিম বন্ধু দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করবেন জেন্ডার কমিটির চেয়ারপার্সন কাউন্সিলর আয়েশা রহমান ও সদস্য কাউন্সিলর লায়লা হাসান চৌধুরী, খালেদা খানম, ফরিদা ইলিয়াছ ও রেবেকা সুলতানা বকুল।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।