স্টাফ রিপোর্টার
আজ বড় দিন। এ দিনে মহান যীশু জেরুজালেমের বেথেলহেম নগরীর এক গোয়াল ঘরে মা মেরীর কোলে জন্মগ্রহণ করেন। সে থেকে এ দিনটিকে খ্রিস্টান সম্প্রদায় বড় দিন হিসেবে পালন করে আসছে। বড় দিন উপলক্ষে দেশের সকল গীর্জায় পালিত হবে প্রার্থনাসহ ব্যাপক ধর্মীয় অনুষ্ঠান। আনন্দ উৎসাহের মাঝে দিনটি অতিবাহিত করবে খ্রিস্টান ধর্মাবলম্বীগণ। বড় দিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের ন্যায় আজ চাঁদপুর ব্যাপ্টিস্ট মিশনেও পালিত হবে বিভিন্ন কর্মসূচি। এর মধ্যে রয়েছে : উপাসনা, প্রীতিভোজ, ক্রিসমাচ প্রোগ্রাম, জন্মদিনের কেক কাটা, পুরস্কার বিতরণ ইত্যাদি।
বড় দিনের আনন্দ খ্রিস্টান ধর্মাবলম্বীসহ সকল মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বাসুদেব মজুমদার ও সাধারণ সম্পাদক বিমল চৌধুরী।