আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। চাঁদপুর পিডিবির আওতাধীন সাব-স্টেশনে জরুরি মেরামত কাজ করার কারণে শহরে বিদ্যুৎ সরবরাহে এই বিঘ্ন ঘটবে বলে জানা গেছে। এ বিষয়ে গতকাল চাঁদপুর শহরে কর্তৃপক্ষ থেকে মাইকিংও করা হয়।
এ বিষয়ে গতকাল রাতে চাঁদপুর পিডিবির নির্বাহী প্রকৌশলী এসএম ইকবাল হোসেনের সাথে কথা হলে তিনি জানান, চাঁদপুর সাব-স্টেশনে একটি ব্রেকার নষ্ট হয়ে গেছে। তাই নতুন ব্রেকার স্থানান্তর করা হবে। এজন্যে আজ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাঁদপুর শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।