নিজস্ব প্রতিনিধি-
নিজ স্কুলের একাধিক ছাত্রীর সাথে অপকর্ম করার দায়ে স্কুল থেকে বহিষ্কার হয়েছেন হাইমচরের চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের গণিতে সহকারী শিক্ষক ইমাম হোসেন। তার এই কুকীর্তির কাহিনী অনলাইন পত্রিকা চাঁদপুর নিউজ সর্ব প্রথম প্রকাশ করে তার পর স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত হলে সর্বত্র তোলপাড় সৃষ্টি হয়। জেলার গণ্ডি পেরিয়ে এ খবর রাজধানীতে গিয়ে পৌঁছে। ছুটে আসে ইলেক্ট্রনিক মিডিয়া ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রাইম সংক্রান্ত অনুসন্ধানী টিম ‘তালাশ’। এ তালাশ টিম গত এক সপ্তাহ হাইমচরে অবস্থান করে শিক্ষক ইমাম হোসেনের কুকীর্তির উপর প্রতিবেদন তৈরি করেছে। এই প্রতিবেদনটি আজ শুক্রবার রাত সাড়ে ৯টায় ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের ‘তালাশ’ অনুষ্ঠানে দেখানো হবে বলে জানিয়েছেন উক্ত টেলিভিশনের চাঁদপুর জেলা প্রতিনিধি একেএম শাহেদ।
শিরোনাম:
রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।