চাঁদপুর নিউজ রিপোর্টার
আজ ২ নভেম্বর শনিবার সনাতন ধর্মাবলম্বী হিন্দু সমপ্রদায়ের শ্রী শ্রী শ্যামা কালী পূজা (দ্বীপান্বিতা) অনুষ্ঠিত হবে। এ উপলৰে হিন্দু সমপ্রদায়ের মাঝে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে যে সকল পূজা মণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়েছিলো ঐ সকল পূজা মণ্ডপে কালী পূজার আয়োজন বেশি করে দেখা যাচ্ছে। তবে গত বছরের ন্যায় এবার তেমন কোনো ব্যাপকতা চোখে না পড়লেও বিভিন্ন পূজা মণ্ডপের সামনে শোভা পাচ্ছে সু সজ্জিত তোরণ ও প্যান্ডেল। তবে রাসত্দায় ব্যাপকভাবে আলোর ঝলমল চোখে পড়ছে না। আর সুউচ্চ আওয়াজ সম্পন্ন সাউন্ড বঙ্রে উপর কিছুটা বিধিনিষেধ থাকায় তরুণ উঠতি বয়সী যুবকের মাঝে বাড়তি উৎসাহ একটু কম পরিলৰিত হচ্ছে। শ্রী শ্রী কালী পূজা অমাবস্যার গভীর রাতে অনুষ্ঠিত হয় বলে পূজার দিন সন্ধ্যা রাতে দর্শনার্থীর উপস্থিতি চোখে পড়ে না। কিন্তু অনেক ভক্তই এ দিন অধিক রাত অবধি জেগে থেকে শ্রী শ্রী কালী পূজা দর্শন করে থাকেন।
আজ চাঁদপুরের অনেকেই কালী পূজা উপলৰে পুণ্য তীর্থস্থান চাঁদপুর মেহেরেশ্বর শ্রী শ্রী কালী বাড়িতে (মেহার কালী বাড়ি) গিয়ে পুণ্য অর্জনসহ নিজের সুখ-শানত্দি, ঐশ্বর্য্য ও দেশের কল্যাণ কামনায় পূজা প্রদান করবেন। এ দিনের কালী পূজা অনেকের কাছে দ্বীপান্বিতা উৎসব বলেও পরিচিত। আজ সন্ধ্যায় হিন্দু সমপ্রদায়ের ভক্তবৃন্দ ধর্মীয় বিশ্বাস ও ভক্তি মতে মনের ও পরিবেশের কালীমা দূরীকরণে ব্যবসা প্রতিষ্ঠানসহ বসতঘরের চারিপাশ মোমবাতিসহ প্রদীপের আলোয় আলোকিত করে তুলবে। বিশেষ করে আজকের এ দিনের সন্ধ্যায় প্রতিটি কালী মন্দিরেই এর ভক্তি পুণ্য আমেজ বেশি করে পরিলৰিত হবে। পূজার পরদিন সকালে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।