নিজস্ব প্রতিনিধিঃ
প্রবাসীদের মাধ্যমে দেশের অর্থনৈতিক অবস্থা লাভবান হলেও দেশীয় আদম বেপারীদের কারনে বর্তমান সময়ে বহু পরিবার নিঃস্ব হওয়ার ঘটনা ঘটছে। তেমনি একটি ঘটনা চাঁদপুরের শাহরাস্ত্মি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের সূচীপাড়া গ্রামে ঘটেছে। জানা যায়, ওই গ্রামের রব মুন্সী বাড়ীর মৃত আঃ রশিদের পুত্র হেলার উদ্দিন (৫০) প্রবাসে যাওয়ার আশায় প্রতারক দুই আদম বেপারীর খপ্পরে পড়ে সর্বশান্ত্ম হয়েছে। এ বিষয়ে নিঃস্ব হেলাল উদ্দিনের সাথে আলাপে জানা যায়, তিনি সূচীপাড়া বাজারে ছোট্ট দোকান ব্যবসা করতেন। একদিন একই উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী ভূঁইয়া বাড়ির মৃত আঃ কাদেরের পুত্র আঃ মমিন হেলালকে ব্রুনাই পাঠানোর প্রস্ত্মাব করে। এতে হেলাল রাজী হলে পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার টোরাগড় গ্রামের ইনাগাজী হাজ্বি বাড়ীর মাওঃ মোঃ আইয়ুব আলীর পুত্র প্রতারক চক্রের আঞ্চলিক হোতা আদম বেপারী জাকারিয়া খাঁন ওরফে জাকিরের (৩৬) সাথে ৩ লক্ষ ৭০ হাজার টাকা ভিসা প্রদান চুড়ান্ত্ম করে। এ সুবাদে হেলাল মমিনের নির্দেশনায় ব্রুনাই যাওয়ার সকল ব্যবস্থা সম্পন্ন করেন এবং খুব দ্রম্নতই হেলালের পাসপোর্টের উপর ভিসা লাগে, আর বিমানের টিকিট ক্রয়ও সম্পন্ন হয়। এতদ্বসত্বেও ওই ভিসা দালাল মমিন ও জাকারিয়া গোপন যোগসাজসে অন্যত্র বিক্রি করে হেলালকে প্রবাস জীবন থেকে বঞ্চিত করে। এলাকাবাসী সূত্রে জানা যায়, হেলাল বিদেশ যাবে বলে একমাত্র পরিবার চালানোর অবলম্বন দোকান খানা বিক্রি করে ও বিভিন্ন জন আর সংস্থার কাছ থেকে ঋণ করে ওই টাকা মমিনের হাতে তুলে দেয়। আজ হেলাল পথের ফকির। থানার অভিযোগ সূত্রে জানা যায়, আদম বেপারীর খপ্পরে পড়া হেলাল বাদী হয়ে মমিন ও জাকারিয়াকে বিবাদী করে যে অভিযোগ দায়ের করেন তাতে হেলালের বর্তমান দৈন্যদশা ও শিশু পুত্রকে হারানোর কারন লিপিবদ্ধ রয়েছে। এ বিষয়ে সংশিস্নষ্ট আইন প্রশাসনের কাছে সুষ্ঠু ও সঠিক বিচার দাবী করেন প্রতারিত হওয়া হেলাল উদ্দিন।
শিরোনাম:
বৃহস্পতিবার , ১৬ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ৩ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।