ফাহিম শাহরিন কৌশিক খান
আন্ত জেলা সিএনজি চোর চক্রের গঠফাদার ৩ জনকে লাকসাম থেকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল বুধবার বিকেলে মডেল থানার উপ-পরিদর্শক সাইদ ও সহকারী উপ-পরিদর্শক আসানুজ্জামান লাবু সঙ্গিও ফোর্স নিয়ে লাকসাম থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে চোর চক্রের ৩জনকে সিএনজিসহ আটক করে চাঁদপুর নিয়ে আসে। পুলিশ সূত্রে জানা যায়, চাঁদপুর শহরের পালের বাজার এলাকা থেকে চাঁদপুর থ ১১-৫৪১৭ সিএনজি স্কুটারটি চোর চক্রের ৩ সদস্য ভাড়া নিয়ে মহমায়ার উদ্যেশে রওনা হয়। ঘটনার দিন ২৩ জুলাই সন্ধায় চোর সদস্যরা সিএনজি চালক জাহাঙ্গিরকে ইফতারির সাথে চেতনানাশক ঔষধ খাইয়ে তাকে অচেতন করে মহমায়া ব্রিজের গোড়ায় ফেলে রেখে সিএনজিটি নিয়ে পালিয়ে যায়। এই ঘটনায় সিএনজির মালিক হেলাল খান চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং- ২৩/৭। মামলা তদন্তকারী কর্মকর্তা সাইদ আধুনিক প্রযুক্তি অবলম্বন করে অবশেষে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত লাকসামে অভিযান চালায়। চুরিহওয়া সিএনজিটি উদ্ধার ও চোর চক্রদের আটক করতে প্রায় ১০জনকে গ্রেফতারের পর মূল হোতাদের সনাক্ত করতে সক্ষম হয়। অবশেষে তাদের স্বীকারোক্তি অনুযায়ী মমপাল গ্রামের আবুল কালামের ছেলে কাউছার আলম (১৯), উত্তর কুল গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে মফিজ মিয়া (৩৫) ও লাল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (৩৫) কে আটক করে। এসময় চাঁদপুর থেকে চুরি হওয়া সিএনজিটি উদ্ধার করে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। আটককৃত চোর চক্রের গডফাদাররা চট্টগ্রাম, কুমিল্লার আন্তঃজেলা চোর চক্রদের সাথে নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে সিএনজি চালকদের অচেতন করে সিএনজি স্কুটার চুরি করে নিয়ে আসে। সিএনজি চুরির ঘটনার সাথে জড়িত রয়েছে বলে তারা পুলিশের কাছে স্বীকার করে। চাঁদপুর থেকে চুরি হওয়া সিএনজিটি লাকসামে তারা ১ লক্ষ ৯০ হাজার টাকা বিক্রি করে। আটক কৃতদের বিরুদ্ধে এছাড়াও বিভিন্ন থানায় বেশ কিছু মামলাও রয়েছে।
শিরোনাম:
শুক্রবার , ২৪ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১১ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।