শ্রমজীবি মানুষকে সাক্ষরতা শিখানোই মূল উদ্দেশ্য
………..জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ আন্তজার্তিক সাক্ষরতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনকল্পে এক প্রস্তুতি সভা মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল । অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেন ,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী,চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আক্তার হোসেন ,মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক উত্তর কুমার সাহা ,জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গবেষনা সম্পাদক মাসুদ আলম ভুইয়া,হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আবুল বাশার,গণি আদর্শ উচ্চ বিদ্যালয় মোঃ আব্বাস উদ্দিন,আক্কাস আলী রেলওয়ে একাডেমী প্রধান শিক্ষক গোফরান হোসেন প্রমুখ । সভাপতি’র বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, আগামী ৮ সেপ্টেম্বর আন্তজার্তিক সাক্ষরতা দিবস । এই দিবসে শ্রমজীবি মানুষকে সাক্ষরতা শিখানোই সরকারের মূল উদ্দেশ্য । এই দিবসে সাক্ষরজ্ঞানহীন মানুষকে সাক্ষরতা শিখানোর উদ্যোগ নিতে হবে । লেখাপড়া শিখাতে হবে । এই জন্য সাক্ষরতা প্রাপ্ত ব্যক্তিকে ওইদিন পুরস্কৃত করা হবে । এদিকে আগামী ৮ সেপ্টেম্বর আন্তজার্তিক সাক্ষরতা দিবস উদযাপনের জেলা প্রশাসন থেকে বিস্তারিত কর্মসূচী গ্রহন করা হয়েছে । কর্মসূচী হলো,সকাল ৯টায় চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বনার্ঢ্য র্যালী বের হবে ,সকাল সাড়ে ৯টায় র্যালী শেষে হাসান আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে । শহরের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও হাইস্কুলের শিক্ষার্থীদের র্যালীতে অংশ গ্রহনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।