বিশেষ প্রতিবেদন:৩০ মার্চ আন্তর্জাতিক চিকিৎসক দিবস। ১৯৯০ সালে ৩০ মার্চকে জাতীয় চিকিৎসক দিবস পালনের জন্য আইন পাস হয়।ঈশ্বরের আশীর্বাদে আমরা যারা চিকিৎসক হয়ে রোগীদের রোগ নিরাময়ে নিরলস সেবা দিয়ে যাচ্ছি তাই কষ্টটা আমাদের একটু বেশি যে, হাজারও দিবস পালিত হলেও ডাক্তারদের নিয়ে যে আন্তর্জাতিক একটা দিবস আছে সেটা পালনের উল্লেখযোগ্য কোন উদ্যোগ দেশে নেই।
সবচেয়ে অবাক হওয়ার বিষয় খোদ সংখ্যাগরিষ্ঠ চিকিৎসক সমাজই জানেন না তাদের নিয়ে একটি বিশেষ দিন আছে যেটা বিশ্বব্যাপী ঘটা করে পালিত হয়ে আসছে।
অথচ এই দিবসটি নিয়ে প্রতিটি চিকিৎসালয়ে সাজ সাজ রব থাকার কথা ছিল, প্রতিটি হাসপাতালেই চিকিৎসক সমাবেশ হওয়ার কথা ছিল কিন্তু কোথাও তার ছিটেফোঁটা আজ অবধি তেমন চোখে পড়েনি।
কোনো প্রকার প্রাপ্তির আশা ছাড়াই কেবল আর্ত-মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন আমাদের চিকিৎসক সমাজ। এত কিছুর পরও চিকিৎসক হতে পেরে আমরা গর্বিত- গর্বিত মানবতার কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে পেরে।
বছরের অন্তত একটি দিন হোক আমাদের চিকিৎসকদের। জয় হোক মানবতার, জয় হোক চিকিৎসকদের। সবাইকে আন্তর্জাতিক চিকিৎসক দিবসের শুভেচ্ছা।
ডা. রাহুল মিত্র : দন্ত চিকিৎসক, সংগঠক।