শহর প্রতিনিধি=
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বলেছেন, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তফসিল প্রত্যাহার ও দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে চলমান আন্দোলনে চাঁদপুরে একের পর এক দলীয় কর্মীরা পুলিশের গুলিতে মারা যাচ্ছে এবং অনেক কর্মী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে। অথচ বর্তমান জেলার নেতৃবৃন্দ সক্রিয়ভাবে মাঠে নামছে না। পুলিশের গুলিতে নিরীহ কর্মীরা মারা যাচ্ছে। আর নেতারা আন্দোলনের মাঠে থাকবে না তা হতে পারে না। জানাজা দিয়েই দায়িত্ব শেষ করা এটা কিসের রাজনীতি। যদি জেলার নেতৃবৃন্দ চলমান আন্দোলনে সক্রিয়ভাবে কর্মীদের সাথে রাজপথে থাকতো তাহলে আমাদের দলের এতগুলো নিরীহ কর্মীকে হারাতে হতো না।
তিনি আরো বলেন, দলীয় নেতা-কর্মীরা পুলিশের গুলিতে নিহত হচ্ছে আর নেতৃবৃন্দের কোন প্রতিবাদ না করে শুধু তাদের জানাজার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। আমি বিএনপির একজন কর্মী হিসেবে দেশ এবং দলের এ ক্লান্তিলগ্নে ঘরে বসে থাকতে পারি না। আমার বিবেক আমাকে তাড়া করে বেড়াচ্ছে। আমি আজকে থেকে দলের যে কোন আন্দোলন সংগ্রাম সুখে-দুঃখে অতীতের ন্যায় আপনাদের পাশে আছি এবং থাকবো। চলমান আন্দোলনে দেশ এবং দলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। এখন আমাদের পদ এবং পদবী নিয়ে ভাবলে চলবে না। তিনি যুবদলের সাবেক নেতৃবৃন্দের সমন্বয়ে চাঁদপুর জেলা যুবদলকে শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। গতকাল ২০ ডিসেম্বর শুক্রবার দুপুর ১২টায় চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজী মনির মিজি, শহর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোঃ জুয়েল ও যুবনেতা জিলানী শেখের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক ভূঁইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি কাজী গোলাম মোস্তফা, জসিম উদ্দিন খান বাবুল, যুগ্ম সম্পাদক মুনির চৌধুরী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, জেলা কৃষকদলের সভাপতি হাজী আবুল বাশার বাসু, তেজগাঁও থানা বিএনপির প্রচার সম্পাদক আজহার হোসেন খান, শহর কৃষক দলের সভাপতি শহীদ বেপারী, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেন বেপারী। মতবিনিময় সভায় এছাড়াও বক্তব্য রাখেন পৌর ১নং ওয়ার্ড যুবদলের পক্ষে হুমায়ুন বেপারী, ৩নং ওয়ার্ড যুবদলের পক্ষে ইমরান হোসেন মানিক, ৫নং ওয়ার্ড যুবদলের পক্ষে হাজী শাহিন গাজী, ৭নং ওয়ার্ড যুবদলের পক্ষে আলমগীর হোসেন। মতবিনিময় সভার সভাপতি ও জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি হাজী মনির মিজি তিনি তার বক্তব্যে বলেন, চলমান আন্দোলনে শফিকুর রহমান ভূঁইয়া মাঠে না থাকায় রাজপথে নেতা-কর্মীরা দাঁড়াতে পারছে না। দলের তৃণমূল থেকে শুরু করে মাঠ পর্যায়ের ত্যাগী নেতা-কর্মীরা শফিকুর রহমান ভূঁইয়ার নির্দেশের অপেক্ষায় আছে।
তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদককে ইংগিত করে বলেন, চাঁদপুরে দু’ শেখ এক হয়েছে। ওনার কাছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগি সংগঠন কোনটাই নিরাপদ না। সাবেক জেলা যুবদল সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল ছিল। কিন্তু আজকের জেলা যুবদল ৪ জনের মধ্যে সীমাবদ্ধ। তারা নিরীহ কর্মীদের আন্দোলনের মাঠে নামিয়ে দিয়ে পিছন দিয়ে পালিয়ে বাসায় গিয়ে মোবাইলে খোঁজ-খবর নিচ্ছে। আমরা টাকা দিয়ে রাজনীতি করতে আসি নি। শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে খালেদা জিয়া ও তারেক রহমানের নির্দেশ মোতাবেক বর্তমান স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে কোন আন্দোলন সংগ্রামে শফিকুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে রাজপথে আছি এবং থাকবো। জেলা যুবদলের সাবেক নেতৃবৃন্দের মতবিনিময় সভাটি যেনো মিলন মেলায় পরিণত হয়। অনেক দিন পর নেতা-কর্মীরা শফিকুর রহমান ভূঁইয়াকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে।
এ সময় তারা তাদের নেতার কাছে একটাই দাবি করে বলেন, কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলনে আপনি আমাদেরকে যে নির্দেশনা দিবেন আমরা তা অক্ষরে অক্ষরে পালন করবো। গতকালের সভাটিতে জেলা যুবদলের বহু ত্যাগী নেতা-কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সদস্য জুবায়ের আলম বাপ্পী, শাহাদাত হাওলাদার, হারুন ছৈয়াল, মোঃ শিবির, কবির গাজী, আলমগীর হোসেন, ফারুক, জুয়েল, রফিকুল ইসলাম, জেলা ছাত্রদল নেতা সফি উদ্দিন বাবলু, মোহাম্মদ বারেক ভূঁইয়া, সাদ্দাম হোসেন সবুজ, ১নং ওয়ার্ড যুবদল নেতা মোক্তার হোসেন মুক্কু, গৌতম চক্রবর্তী, সোহাগ, আলমগীর পাটওয়ারী, সেলিম প্রধানিয়া, রহিম, সুমন, শাহাজালাল মাঝি, ৫নং ওয়ার্ড যুবদল নেতা জাকির মজুমদার প্রমুখ। এছাড়াও ওয়ার্ড ও ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিল।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।