এদিকে, বর্তমান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আবারো মন্ত্রী হচ্ছেন।
এমন খবর ছড়িয়ে পড়লে চাঁদপুর সদর ও হাইমচরে তার নির্বাচনী এলাকায় সতীর্থদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে। তাৎক্ষণিকভাবে কোনো আনন্দ মিছিল না হলেও সর্বত্র ইতিবাচক আলোচনা চলছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে।
এ বিষয়ে চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, আপা আবারো মন্ত্রী হচ্ছেন। এটা আমাদের জন্য সৌভাগ্য ও গর্বের বিষয় বটে।