বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ছয় দিনের অবরোধ আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় শেষ হবে। তবে শনিবার সকাল থেকে আবার অবরোধ শুরু হচ্ছে বলে বিএনপি সূত্রে জানা গেছে।
এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আগামীকাল শুক্রবার ঢাকা সফরে আসছেন। তারানকো চার দিন ঢাকায় থাকতে পারেন। তাঁর এই সফর উপলক্ষে রাজধানীতে অবরোধ শিথিল করা হতে পারে। সে ক্ষেত্রে ঢাকা ছাড়া সারা দেশে টানা অবরোধ চালিয়ে যাওয়ার বিষয়ে দলের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
এদিকে আজ অবরোধ শেষ হলে সন্ধ্যার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় পরিদর্শনে যেতে পারেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত শনিবার ভোরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ওই কার্যালয়ের বিভিন্ন কক্ষের দরজা ভাঙচুর ও আসবাবপত্র তছনছ করে
বলে অভিযোগ করেছে বিএনপি। খালেদা জিয়া কার্যালয়ের ওই অবস্থা পরিদর্শনে যেতে পারেন বলে দলীয় সূত্র জানায়।
এদিকে দলের যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদ গতকাল বুধবার এক বিবৃতিতে বলেছেন, ‘প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছেন, সমস্ত দেশবাসীকে কবরস্থানে পাঠিয়ে তাঁকে ক্ষমতায় থাকতেই হবে। তিনি পোড়ামাটি নীতি অবলম্বন করছেন।’ দেশের গণতন্ত্র ব্যাহত হলে এর দায়দায়িত্ব এই সরকারকে নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন সালাহ উদ্দিন। তিনি বলেন, সরকার যদি জনগণের দাবি মেনে না নেয়, তাহলে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।
গত রাতে দলীয় প্যাডে পাঠানো বিবৃতিতে সই রয়েছে দলের সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ জনির। বিবৃতিতে সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘এখনো সময় আছে, দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রী আত্মঘাতী পথ পরিহার করবেন। নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নেবেন।’ তিনি বলেন, ‘একদলীয় ও একতরফা নির্বাচনের তফসিল স্থগিত করার ব্যবস্থা নিন। নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে আপনার (প্রধানমন্ত্রী) নিরাপদ প্রস্থানের বিষয়টি জনগণ সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে।’
সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘একদিকে প্রধানমন্ত্রী বলেছেন দেশে নির্বাচনের পরিবেশ বিদ্যমান, তাঁর নেতৃত্বাধীন তথাকথিত অবৈধ সরকারের বড় অংশীদার এইচ এম এরশাদ বলেছেন নির্বাচনের পরিবেশ নেই। তিনি নির্বাচন করবেন না ঘোষণা দিয়ে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন। এর ফলে একতরফা প্রহসনের নির্বাচন করার ক্ষমতা বর্তমান সরকারের আর অবশিষ্ট রইল না। ফ্যাসিবাদী এই সরকারের সূর্য অস্তগামী।’
সারা দেশে ১৩১ ঘণ্টার অবরোধ কর্মসূচির পঞ্চম দিনের চিত্র তুলে ধরে সালাহ উদ্দিন আহমদ বলেন, অবরোধের পঞ্চম দিনে তিনজন নিহত, সাত শতাধিক আহত, অর্ধশত গুলিবিদ্ধ এবং ২৬৭ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। প্রায় দুই হাজার ৭০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।