আবাসিক এলাকায় জ্বালানী তেল বিক্রি করা যাবে না
..জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
স্টাফ রিপোটার ঃ চাঁদপুর জেলা জ্বালানী তেল মনিটরিং কমিটির জরুরী বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর বন্ডল । অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাই,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটয়োরী দুলাল , এএসপি (হেডকোয়াটার ) মোঃ শাকিল আহমেদ,চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী জেলা মাকেটিং অফিসার এন এম রেজাউল ইসলাম,জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক ,চাঁদপুর চেম্বারের প্রতিনিধি মোঃ জামাল আহমেদ,জেলা জেলা জ্বালানী তেল ব্যবসায়ী সমিতির সভাপতি আবু সাইদ ভুইয়া, তেল ডিপোর এজেন্ট মহসীন পাটওয়ারী প্রমুখ । সভায় জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল বলেন, চাঁদপুরে আবাসিক এলাকায় জ্বালানী তেল বিক্রি করা যাবে না । সরকারী নীতিমালা বাহিরে কোথাও তেল পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। এখন থেকে চাঁদপুরে লাইসেন্সবিহীন তেল বিক্রেতার বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে। তাদের তালিকা তৈরী করতে হবে । তিনি বলেন,বঙ্গবন্ধু সড়কের অগ্নিকান্ডের ঘটনাটি মর্মান্তিক । বিষয়টি পুলিশ তদন্ত করছে । পাশাপাশি এডিসি জেনারেলের নেতৃত্বে তদন্ত করা হয়েছে । তদন্ত রিপোর্ট পর্যালোচনা করছি । অচিরেই তদন্ত রিপোট জনগনের সামনে প্রকাশ করা হবে । এ ব্যাপারে কেউই ছাড় পাবে না । প্রকৃত অপরাধীদের শাস্তি পেতে হবে । সে যেই হোক । অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) মোহাম্মদ আব্দুল হাই তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধু সড়কের অগ্নিকান্ডের ঘটনায় আগুন নিভানোর সময় ফায়ার সার্ভিস,পুলিশ,স্থানীয় জনগন সহযোগিতা করেছে । বিশেষ করে চাঁদপুর ফায়ার সার্ভিস বিভাগের ভুমিকা ছিল প্রসংশনীয় । তাই চাঁদপুর ফায়ার সার্ভিসকে জেলা প্রশাসন থেকে একটি ধন্যবাদপত্র দেওয়া যেতে পারে । চাঁদপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটয়োরী দুলাল তার বক্তব্যে বলেন,আবাসিক এলাকায় কোনমতেই জ্বালানী তেল বিক্রি করতে দেওয়া ঠিক হবে না । বিষয়টি প্রশাসন যাতে কঠোরভাবে দেখে ।