মতলব উত্তর: শুক্রবার মতলব উত্তর উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারন সম্পাদক, নিশ্চিন্তপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও ইসলামাবাদ ইউনিয়ন আ.লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মতলব উত্তর উপজেলার সুজাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মিয়াজীর ছেলে আবু তাহের হত্যাকান্ডের স্থান পরিদর্শন করেন চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফর। হত্যাকান্ডের স্থান পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, মতলব উত্তর থানা অফিসার ইনচার্জ খাঁন মোঃ এরফান, মামলার আইও এসআই মনির হোসেনসহ এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ আমির জাফর বলেন, শিক্ষক আবু তাহের মিয়াজী হত্যা একটি পরিকল্পিত ঘটনা। যারা এ জগন্যতম হত্যাকান্ডের সাথে জড়িত সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। প্রকৃত দোষীরা যত শক্তিশালী হোক না কেন, আইনের উর্ধে কেউই নয়। আইন সবার জন্য সমান। আইনের মাধ্যমেই দোষীদের নির্মূল করা হবে।
উল্লেখ্য, গত ৯ আগষ্ট ঈদের দিন দুপুরে তুচ্ছ ঘটনা গাছের ডালা কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে গুরুতর জখম হয়ে ৫ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর গত ১৪ আগষ্ট বিকেল ৩ টায় নিহত হয়।