—–এম আর ফারজানা।
আমার কাছে ভালোবাসা মানে
তোমার প্রতি আমার বিশ্বাস
আমার কাছে ভালোবাসা মানে
তোমার কষ্ট আমার দীর্ঘশ্বাস।।
আমার কাছে ভালোবাসা মানে
দুজনের পবিত্রতার বন্ধন
আমার কাছে ভালোবাসা মানে
দুজনে একসাথে হাসা ক্রন্দন।।
আমার কাছে ভালোবাসা মানে
দুটি নিষ্পাপ হৃদয়ের রোদ্দুর
আমার কাছে ভালোবাসা মানে
আলোর সূর্যদয় আঁধার বহুদূর ।।
আমার কাছে ভালোবাসা মানে
দু’জন কষ্ট ভাগ করে নেওয়া
আমার কাছে ভালোবাসা মানে
সরল ভাবে প্রতিশ্রুতি দেওয়া ।।
আমার কাছে ভালোবাসা মানে
তোমার অনুভূতি আমার অনুভব
আমার কাছে ভালোবাসা মানে
সব বাধা পাড়ি দেওয়া সম্ভব ।।
আমার কাছে ভালোবাসা মানে
দুজনের সুখ মিছিলের গান
আমার কাছে ভালোবাসা মানে
দুটি আত্নার একি সুতোর টান ।।