চঁদপুর প্রতিনিধি=
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় সভায় উপজেলা পরিষদের উপদেষ্টা ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি বলেন, আমি প্রথমবারের মতো এমপি হয়েছি, তাই অনেক কিছুই বুঝে উঠতে সময় লেগেছে। তারপরেও চেষ্টা করেছি দায়িত্ব নেয়ার পর আপনাদের পাশে থেকে দলমত নির্বিশেষে সব সময় কাজ করার। আমার নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা পূর্বে কখনো হয়নি। এসব উন্নয়ন সম্ভব হয়েছে জননেত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টার ফলে। তিনি গ্রামের অর্থনীতি উন্নয়ন করতে চেয়েছিলেন বলে গ্রামের উন্নয়নের জন্য টিআর, কাবিখাসহ বিভিন্ন ধরনের ভাতা জনপ্রতিনিধিদের মাধ্যমেই বিতরণ করেছেন। এসব বিতরণের ক্ষেত্রে দলীয় মনোভাব দেখানো হয়নি। তিনি বলেন, এ আসনের যতোগুলো ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছে কেউ বলতে পারবে না আমি কোন ধরণের হস্তক্ষেপ করেছি। আগামিতেও এ ধরনের কোনো হস্তক্ষেপ করা হবে না।
বিরোধী দলীয় নেত্রী সম্পর্কে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে সাড়া না দিয়ে গত ৩ দিনে হরতালের নামে সারাদেশে ধ্বংসাত্মক কার্যকলাপসহ ২০জনকে হত্যা করেছে। আমরা সারাজীবন চেষ্টা করলেও এ হত্যার ক্ষতিপূরণ দিতে পারবো না। আমাদের সবারই সন্তান আছে। নিজেদের সস্তানকে দিয়ে বিচার করলেই বোঝা যাবে আজকে যারা সন্তান হারিয়েছেন, তাদের বেদনার কথা। তিনি আরো বলেন, আগামী ৪ নভেম্বর লাখ লাখ শিশু শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। কিন্তু এ কোমলমতি শিশুদের ভবিষ্যতের কথা চিন্তা না করে তাদের শিক্ষা জীবন ধ্বংস করতে তিনি ৪ নভেম্বর হরতালের আহ্বান করেছেন। তিনি এ হরতাল প্রত্যাহার করার আহ্বান জানান। মন্ত্রী বলেন, আমার নির্বাচনী এলাকায় গত ৫ বছরে বিরোধী দলের বিরুদ্ধে একটি মামলাও করা হয়নি। আমরা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করি। প্রতিহিংসার রাজনীতিতে আমরা বিশ্বাস করিনা। নির্বাচন কমিশনকে আমরা সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। বিগত ৫ বছরে বাংলাদেশের প্রতিটি নির্বাচনে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করেছে। চাঁদপুরের ১৬৫ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১৫টির নতুন ভবনের কাজ হয়েছে। চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, মহিলা কলেজ, পুরাণবাজার ডিগ্রি কলেজসহ আরো বেশ ক’টি কলেজে নতুন নতুন বিভাগ চালু করা হয়েছে এবং নতুন ভবন তৈরি করা হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারো নৌকায় ভোট দেবার আহ্বান জানান।
গতকাল ৩১ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ ভবনে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব্ ইউসুফ গাজীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর শাহীন খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডঃ মনিরা চৌধুরী, ৩নং কল্যাণপুর ইউনিয়ন চেয়ারম্যান মান্নান মাল। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা পরিচালক প্রিয়তোষ সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক নুরুল্লাহ নুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সদর সার্কেল সৈকত শাহিন, ওসি মাহবুব মোর্শেদ, ডাঃ এমজি ফারুক, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাছির উদ্দিন, ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সেলিম খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান স্বপন মাহমুদ, ৭নং তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ১২নং চান্দ্রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইউসুফ খান, ৯নং বালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুক্তার গাজী, ৫নং রামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন মজুমদারসহ সদর উপজেলার সব ক’টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।