রফিকুল ইসলাম মিয়াজী ঃ আমেরিকায় রাসূলে পাক (সা.) এর শানে আঘাতকারী সিনেমা নির্মাণ ও প্রচারের প্রতিবাদে চাঁদপুর জেলা জমিয়াতুল মুদারেসিন বিক্ষোভ মিছিল বের করে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় শহরের কালিবাড়ী শপথ চত্ত্বর মোড় থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। ষড়যন্ত্রকারী চলচিত্র নির্মাতাদের উপর আল্লাহর লায়া’নত কামনার্থে উপস্থিত সকলে দোয়া ও মোনাজাত করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি ড. এ.কে.এম. মাহাবুব রহমান, সাধারণ সম্পাদক ড. মাওলানা মোস্তাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ মাওলানা তাজিমূল হোসেন, অধ্যাপক মাওলানা আবদুল কাদের, অধ্যক্ষ মোজাম্মেল হোসেন, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এস.এম. গোলাম মাওলা, কোষাধ্যক্ষ অধ্যক্ষ জসিম উদ্দিন, প্রচার সম্পাদক মুফতী বিএম.মোস্তফা কামাল, সহ-প্রচার সম্পাদক মাওলানা আবদুল মান্নান, সদস্য মাওলানা সালেহ আহমেদ, মাওলানা নাছির, মাওলানা মোঃ জিয়া উদ্দিন প্রমূখ।
শিরোনাম:
মঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।