‘মুক্তি ওয়াটার টেকনোলজি’ নামে একটি আর্সেনিক মুক্তকরণ ফিল্টার
ফরিদগঞ্জ: আর্সেনিক দূষণের শিকার ফরিদগঞ্জ উপজেলার দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীকে আর্সেনিকমুক্ত পানির সরবরাহের লক্ষ্যে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিতকায় তিনি আমেরিকান প্রযুক্তি ‘মুক্তি ওয়াটার টেকনোলজি’ নামে একটি আর্সেনিক মুক্তকরণ ফিল্টার নিজের বাসায় অনটেস্ট হিসেবে স্থাপন করে নিজেই ব্যবহার করে ইতিমম্যেই সাফল্য পেয়েছেন।
তিনি জানিয়েছেন, স্যালো মেশিনে উঠানো পানিতে প্রথমে আর্সেনিকের উপস্থিতি ২৫০% পাওয়ার পর ফিল্টার দিয়ে ছাকুনির পর তা .০৫% নেমে এসেছে। পর্যায়ক্রমে শূন্যতে নেমে আসবে বলে ফিল্টার তৈরিকৃত কোম্পানি তাকে আশ্বস্ত করেছে বলে তিনি জানান। এই বিষয়ে তিনি কয়েকদিন আগে ফরিদগঞ্জে তার নিজ বাসভবনে এক সেমিনার ও প্রদশর্নীর আয়োজন করেন। সেমিনারে ওই প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত প্রকৌশলীরা এর নানা দিক তুলে ধরেন। সেমিনারে জানান হয়, বর্তমানে দেশে আর্সেনিক মুক্ত পানির স্তর যে হারে নিচে নামছে তাতে করে অচিরেই আমরা আর্সেনিকমুক্ত পানির চরম সংকটে পড়ব। আর পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে দেশে আশংকাজনকভাবে বৃদ্ধি পেয়েছে ভূমিধ্বস। ফলে রাস্তা-ঘাট, ফসলি জমি ও বড় বড় দালান-কোঠা মারাÍক হারে ঝুঁকির মধ্যে রয়েছে। এসব দিক চিন্তা করেই এ পদ্ধতির আবিষ্কার করা হয়েছে। আর্সেনিকমুক্ত পানির স্তর ক্রমাগত নিচে নেমে যাওয়ার কারণে ভবিষ্যতে গভীর নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত পরিমাণে আর্সেনিক থাকার আশংকা দেখা দিয়েছে। সেই আশংকা থেকেই ‘মুক্তি ওয়াটার টেকনোলজি’ নামে নতুন এ পদ্ধতি চালু করা হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান ‘একাডেমি অফ হেলথ ওয়াটার, ইকোসিস্টেম অ্যান্ড ইনভারমেন্ট’ (এএইচডবিওইইসি) এই নতুন পদ্ধতি নিয়ে এসেছে। মুক্তি টেকনোলজি ফিল্টার সামগ্রী রিসাইকেল ও পুনঃব্যবহার করার ফলে এই ফিল্টারটি সামান্য বর্জ্য উৎপন্ন করে। আর্সেনিক বর্জ্য কনক্রিট ভল্টে সংরক্ষণ করা হয়। এছাড়া আর্সেনিক রক্ষণ কূপে আর্সেনিক বর্জ্য সংরক্ষণ করা হয়।
তারা আরো জানান, আমেরিকার ‘একাডেমি অফ হেলথ ওয়াটার, ইকোসিস্টেম অ্যান্ড ইনভারমেন্ট’ দুই ধরনের আর্সেনিকমুক্ত করার পদ্ধতি আবিষ্কার করেছে। এই পদ্ধতিতে রাসায়নিক ও বিদ্যুৎ ব্যতিত আর্সেনিকমুক্ত করে। তারা আরো জানান, (এএইচডবিওইইসি) মূলত একটি অলাভজনক প্রতিষ্ঠান। যা অক্ষম জনসাধারণকে বিনামূল্যে মুক্তি পানি ফিল্টার সরবরাহ করে এবং সক্ষম জনগণের জন্য স্বল্প খরচে ফিল্টার তৈরি ও স্থাপনে সহযোগিতা করে। এছাড়া (এএইচডবিওইইসি) মুক্তি ফিল্টার ব্যবহারকারীদের ফিল্টার ব্যবহার ও আর্সেনিক বর্জ্য সংরক্ষণের ট্রেনিং প্রদান করে।