মিজান লিটন : চাঁদপুর সদর উপজেলার আশিকাটি খান বাড়ীতে পুকুর ঘাট নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে আশিক (১০) নামে স্কুল ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে ১৫জন। ঘটনার সাথে জড়িত ৫ জনকে আটক করেছে মডেল থানা পুলিশ। রবিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আশিকের পিতার নাম মো. জসিম খান। সে দক্ষিন আশিকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেনীর ছাত্র।
নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত আশিকের ঘরের পাশের পুকুর ঘাট নিয়ে একই বাড়ির শাহিদার সঙ্গে আশিকের চাচা কালাম খানের সাথে রবিবার সকালে ঝগড়া সৃষ্টি হয়। এই ঘটনার সুত্র ধরে উভয় পক্ষের ধাওয়াÑপাল্টা ধাওয়া এবং বাড়িঘর ভাংচুর করা হয়। সংঘর্ষের মাঝে প্রতিপক্ষের দায়ের আঘাতে শিশু আশিক দেশীয় অস্ত্রের আঘাতে মারাত্মক জখম হয়। তাৎক্ষনিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আসংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে। ঢাকায় নেওয়ার পথে দাউদকান্দি এলাকায় তার মৃত্যু হয় বলে জানা যায়। সংঘর্ষে আহত হয়ে উভয় পক্ষের কয়েকজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। নিহত আশিকের পরিবার দাবী করেছে, যারা পুকুর ঘাট নিয়ে সংঘর্ষ বাধিয়ে তাদেরকে আহত এবং বাড়িঘর কুপিয়েছে, তাদের দায়ের আঘাতেই আশিকের এই নির্মম মৃত্যু হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক মানিক সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে ১ জন মহিলা সহ ৫ জনকে আটক করেছে। আটকরা হচ্ছে: মাসুদ মাল, বিল্লাল খান, মোস্তফা খান, ছামাদ ও ফজিলাতুন্নেছা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া ও আতংক বিরাজ করছে। উল্লেখ্য, নিহত আশিক সহ তারা ২ ভাই ৩ বোন।
শিরোনাম:
শুক্রবার , ২৫ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১২ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।