স্টাফ রিপোর্টার
চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে সনাতন ধর্মাবলম্বী মাদকাসক্ত এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গত ৭ মে রাতের যে কোনো সময়। সেনগাঁও গ্রামের সুখেন্দ বিকাশ চন্দ্রের একমাত্র ছেলে অপূর্ব চন্দ্র জয় (২০) দীর্ঘদিন ধরে মাদকে আসক্ত ছিলো। প্রায় সময় মাদকের টাকা যোগাড় করতে না পারলে ঘরের আসবাবপত্র চুরি করে বিক্রি করে দিতো। মাদক সেবন থেকে বিরত থাকার জন্য তার পিতা সুখেন্দ বিকাশ চন্দ্র ও মা সুখেন রানি তাকে গালমন্দ করতো বলে জানা যায়। গত ৭ মে বিকেলে তার বাবা সুখেন্দ বিকাশ চন্দ্র ও মা সুখেন রানি মাষ্টার বাজার এলাকায় বেড়াতে যায়। রাতে জয় তার বসতঘরে ঘুমানোর নাম করে দরজা বন্ধ করে দেয়। পরবর্তীতে রাতের কোনো এক সময় জয় ঘরের ভেতরে খাটের উপর দাঁড়িয়ে কাপড় দিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় যে কক্ষে সে আত্মহত্যা করেছিলো ঐ কক্ষের একটি জানালা খোলা রাখা ছিলো। সকালে বাড়ির লোকজন উঠোনে কাজ করতে আসার সময় জানালা দিয়ে জয়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার শুরু করে। পরে মাষ্টার বাজার এলাকা থেকে তার বাবা ও মাকে খবর দিয়ে বাড়িতে আনা হয়। আত্মহত্যার বিষয়টি জানতে পেরে আশিকাটি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বিল্লাল হোসেন মাষ্টার ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তিতে আত্মহত্যার বিষয়টি চাঁদপুর মডেল থানা পুলিশকে অবগত করা হলে উপ-পরিদর্শক আব্দুল হালিম ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় জয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। সন্ধ্যা ৬টায় ময়না তদন্ত শেষে জয়ের মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়। রাতে পারিবারিক শ্মশানে দাহ করা হয়।