প্রতিনিধি
শিশু ছেলের খাওয়ার জন্য দুধ গরম করতে গিয়ে আগুনে ঝলসে মারা গেলেন গর্ভধারিণী মা বিউটি মজুমদার (২৮)। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার দক্ষিণ আশিকাটি শীল বাড়িতে। বিউটি মজুমদার তার ৩ বছরের ছেলে অয়ন ও ৩ মাসের ছেলে অনিককে রেখে আগুনে ঝলসে চলে গেলেন না ফেরার দেশে। বাবা অর্জুন দু’ছেলেকে নিয়ে যেন অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
নিহতের বাবা ডাঃ বেনু গোপাল মজুমদার সাংবাদিকদের জানান, ৫ বছর আগে তার মেয়েকে বিয়ে দেন আশিকাটি এলাকায় অর্জুনের কাছে। তাদের ঘরে দু’সন্তান রয়েছে। গত বুধবার দুপুরে লাকড়ির চুলায় অনিকের জন্য দুধ গরম করতে যান বিউটি। চুলার আগুন অসাবধানতার ফলে বিউটির পরনের কাপড়ে আগুন ধরে যায়। আমার মেয়ের ২য় সন্তান অনিক জন্ম হওয়ার পর থেকে বিউটি অনেকটা মানসিক রোগী হয়ে পড়ে। কখন চুলায় আগুন লেগেছে সেটা মনে হয় খেয়াল করেনি। এক পর্যায়ে দৌড়ে সে টিউবওয়েলের সামনে যেতে যেতেই পুরো শরীর ঝলসে যায়। গুরুতর আহত অবস্থায় বুধাবার তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। এখানকার চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথেই সে মারা যায়। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ নিহতের লাশ ময়না তদন্ত করেন। তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর মডেল থানার এসআই আবুল কাশেমের সাথে এ ব্যাপারে আলাপকালে তিনি জানান, আগুনে ঝলসেই বিউটি মজুমদার মারা গেছেন।