স্টাফ রিপোর্টার
বিএনপির লাগাতার অবরোধের ২য় দিনে বাবুরহাটসহ আশপাশের এলাকায় অনেকটা ঢিলেঢালাভাবেই অবরোধ পালিত হয়েছে। সকাল ১০টায় বাবুরহাট যাত্রী ছাউনী থেকে আশিকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার মাস্টারকে আটকের পর থেকে রাস্তায় নেতা-কর্মীদের উপস্থিতি তেমন দেখা যায়নি। গ্রেফতার আতঙ্কে নেতা-কর্মীরা গা ঢাকা দেয়। দেলোয়ার মাস্টারকে গতকালই জেল হাজতে পাঠানো হয়।
সকাল থেকেই বাস ও বড় ট্রাক ব্যতীত প্রায় সকল ধরনের যানবাহন চাঁদপুর-কুমিল্লা সড়কে চলাচল করতে দেখা যায়। কোনো রকমের বিশৃঙ্খল ঘটনা ছাড়াই বাবুরহাটসহ আশপাশের এলাকায় বিএনপির লাগাতার অবরোধের ২য় দিন অতিবাহিত হয়। তবে ঘোষেরহাট এলাকায় কিছু উচ্ছৃঙ্খল যুবক চোরাগোপ্তা হামলার মতো সড়কে এসে কয়েকটি সিএনজি স্কুটার ভাংচুর করে বলে জানায় বেশ কয়েকজন পথচারী ও সিএনজি স্কুটার চালক। এ সড়কে চলাচলকারী আরও কয়েকজন জানায়, সন্ধ্যায় পর পরই বেশ কজন মুখোশধারী যুবক হাতে অস্ত্র নিয়ে এ সড়কে অবস্থান করে যানবাহন ভাংচুর চালায়। তারা আরও জানান, এ সকল যুবক অনেক পথাচারীকে লাঞ্ছিত করে তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।