এম আর ইসলাম বাবু ॥
আর মাত্র ১০ দিন। তারপর মুসলিম বিশ্বের সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। আসন্ন এই মাসকে সামনে রেখে চাঁদপুরের এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ীদের চলছে মালামাল গুদামজাত করণের প্রতিযোগিতা। চাঁদপুরের অনেক উচ্চ পর্যায়ের প্রভাবশালী ব্যাবসায়ীরা রমজান মাসের পূর্বে মালামাল গুদামজাত করে রমজান মাসে অধিক লাভে খুচরা বাজারজাত করতে কারসাজি করার প্রস্তুতি নিচ্ছেন।
সরজমিনে গিয়ে পুরাণ বাজার অঞ্চলে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা মালামাল নদী থেকে উঠিয়ে গুদামজাত করা হচ্ছে। রমজানের পূর্বে এসব গোডাউন বোঝাই করা ব্যাসায়ীদের মূল উদ্দেশ্য হলো রমজান মাস। তারা আশা করছেন রমজান মাসে তাদের ব্যাবসায়ীক মন্দা ভাব দূর হয়ে যাবে। খুচরা ব্যাবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানায়, মালামালের বর্তমান বাজার মূল্য স্বাভাবিক রয়েছে। তবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব মালামাল চাঁদপুরে আসছে তা হয়তো অনেকেই রমজান মাসে অধিক মুনাফার উদ্দেশে গুদাম জাত করছেন। কিন্তু প্রশাসন যদি দৃষ্টি রাখে তাহলে আসল উদ্দেশ্য সফল হবেনা।
খোঁজ নিয়ে জানা গেছে, চাঁদপুরে খুলনা, বরিশাল, রাজশাহী চট্রগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে যেসব মালামাল আসছে। তাতে মালের দাম পূর্বের চাইতে কিছুটা কম। আশা করা হয় এবার রমজান মাসেও দ্রব্য মূল্য স্থিতিশীল থাকবে।
পুরাণ বাজারের বিভিন্ন আড়ৎ ঘরে গিয়ে দেখাযায়, রমজান মাসে অতি প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় ছোলা ৪৫ থেকে ৪৭ টাকা, চিনি ৪০ থেকে ৪২ টাকা,এংকর ৪০ থেকে ৪২ টাকা, সয়াবিন ১‘শ থেকে ১শ ৩০ টাকা। এছাড়াও সুজি, আটা, ময়দা, পেঁয়াজ রসুন, জিরা সহ অন্যান্য জিনিসের মূল্য স্থিতিশীল রয়েছে।
গুদামজাত প্রসঙ্গে আলোকিত চাঁদপুরকে চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্জ জাহাঙ্গির আখন্দ সেলিম বলেন,‘ আমরা চাঁদপুর চেম্বার অব কমার্সের পক্ষ থেকে চাঁদপুরের সকল ব্যাবসায়ীদের সাথে বৈঠকে বসেছি। তাদের সকলকে বলা হয়েছে যেন কোন ক্রমেই রমজানে মালামালের দাম না বাড়ানো হয়। এ বছর ব্যবসায়ীরা অনেক ক্ষতির সম্মুক্ষীণ হতে হয়েছে। চিনি সহ নিত্য প্রয়োজনীয় অনেক দ্রব্যর বাজার একেবারে মন্দা।’
এদিকে আসন্ন রমজান মাসে যেন কোনভাবেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি করা না হয়। এ ব্যপারে প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যাবস্থা গ্রহন জরুরী বলে মনে করছেন চাঁদপুরবাসী।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৩ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
চাঁদপুর নিউজ সংবাদ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।