চাঁদপুর প্রতিনিধি
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ২৪ অক্টোবর এই সরকারের শেষ দিন। তাই শেষ দিনের ঘণ্টা শুনতে পাগল হয়ে গেছেন সাবেক লাঠিয়াল মন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ইঁদুরের কাঁধে চড়ে আর পুলসিরাত পার হওয়া যাবে না। এবারের নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন। বিএনপি আন্দোলন করতে জানে, আর বিএনপি-ই আওয়ামী লীগকে তা শিখিয়ে দেবে। এ দেশের জনগণের সম্পদ নষ্ট করে বিএনপি আন্দোলন করে না, করবেও না। যথাসময়ে তত্ত্বাবধায়ক দিতে বাধ্য হবেন এবং পালিয়ে বাড়ি চলে যাবেন এই ফ্যাসিষ্ট সরকার। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের আদালতে হাজিরা দিতে এসে সাংবাদিকদের মিলন এসব কথা বলেন।
এ দিন তিনি পৃথক ৪টি মামলায় হাজিরা দেন। মিলনের নির্বাচনী এলাকার কচুয়ার এসব মামলায় তার বিরুদ্ধে ঘড়ি, মোবাইল সেট ছিনতাই ও হত্যার চেষ্টার অভিযোগ করা হয়। এই নিয়ে মিলনের বিরুদ্ধে চাঁদপুরের থানায় ও আদালতে ৩১টি মামলা রয়েছে।
বিগত ২০১০ সালের ১৪ মার্চ গ্রেপ্তার হওয়ার পর প্রায় দেড় বছর কারাবাস শেষে ২০১১ সালের ৫ জুন তিনি কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি লাভ করেন।