আওয়ামী লীগের প্রার্থী ঠিক করবেন শেখ হাসিনা
ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করবেন দলের প্রধান শেখ হাসিনা। মনোনয়ন কর্তৃপক্ষ হিসেবে নির্বাচন কমিশনে তার নাম জমা দিয়েছে দলটি।
দুপুরে দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনকে দলের এ সিদ্ধান্ত জানান। আইন অনুযায়ী, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে প্রার্থী মনোনয়নের ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নাম ইসিকে জানাতে হয়। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার সময় ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির প্রত্যয়নপত্রও জমা দিতে হবে প্রার্থীকে। আগামী ২২ মার্চ ৭৫২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর আরো পাঁচ ধাপে বাকি ইউনিয়ন পরিষদগুলোতে নির্বাচন হওয়ার কথা রয়েছে।