অভিজিত রায় ॥ ॥ ইউনিয়ন পরিষদের সম্পদ তহবিল ও আর্থিক ব্যবস্থাপনা এবং ডিডিএলজি/ইউএনও/ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সোমাবার স্থানীয় সরকারের আয়োজনে দিনব্যাপী কর্মশালার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি বক্তব্যে বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে সরকার ইউনিয়ন চেয়াম্যানদের ব্যাপক কর্মপরিধি ন্যাস্ত করে দিয়েছেন। প্রত্যেক চেয়াম্যানদের সদিচ্ছা থাকলে দেশের প্রতিটি ইউনিয়ন পরিষদ মডেল ইউনিয়নে রুপান্তরত হবে বলে আমি বিশ্বাস করি। তাই আপাদের জনগণের সেবা কল্পে যন্তবাদ হতে হবে। আপনার এলাকার জনগণ আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে এটাই সত্যি। ভাল কিছু দিতে পারলে আপনি বার বার নির্বাচিত হবেন বলি আমি বিশ্বান করি। দেশের অনেক ইউনিয়নের চেয়াম্যানই জানেন না কি করে করারোপ করতে হয়। মানে কি পরিমান করারোপ করেল ইউনিয়নবাসী তার কর পরিশোধ করবে। আপনাকে ইউনিয়ন বাসীকে বোঝাতে হবে যে, আপনি কর দিলেই তবে সরকারের উন্নয়ন কাজ এগিয়ে যাবে তা না হলে অনেক উন্নয়ন কাজ মুখ থুবরে পড়বে।
চাঁদপুর স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফুর রহমান, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর এস এম শাহরিয়ার। অনুষ্ঠান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লা সাদীদ।
কর্মশালায় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সাধারন সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর সদরের রাজরাজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন প্রধানীয়া, ইব্রাহিমপুরের আবুল কাশেম, চান্দ্রার ইউসুফ খান, বিষ্ণুপুরের হাবিবুর রহমান বেপারী, বাগাদীর মোহাম্মদ আলী বেপারী, বালিয়ার হাফিজুর রহমান। ফরিদগঞ্জ উপজেলাধীন গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাইয়ুম পারভেজ, পাইকপাড়া উত্তরের মহসিন পাটওয়ারী, পাইকপাড়া দক্ষিনের মোঃ হুমায়ন কবির, চরদুখিয়া পশ্চিমের মোঃ লোকমান মিয়া, ফরিগঞ্জ দক্ষিণের আব্দুল লতিফ পন্ডিত, রূপসা উত্তরের মোঃ বিল্লাল হোসেন ভূঁইয়া, বালিথুবা পশ্চিমের আতিকুর রহমান পাটওয়ারী, বালিথুবা পূর্বের শাহাদাৎ হোসেন খান নয়ন, সবিদপুর পশ্চিমের মোঃ হানিফ মিয়া, কচুয়া দক্ষিণের মিজানুর রহমান পাঠান, সহদেবপুর পশ্চিমের সামছুদ্দিন মুন্সী, গোহাট উত্তরের মোঃ জাহাঙ্গীর আলম, হাইমচর সদরের ইসহাক খোকন, আলগী দূর্গপুর উত্তরের মনির হোসেন দুলাল পাটওয়ারী, নীল কমলের ইয়াছিন আহমেদ রত, আলগী দূর্গাপর দক্ষিনের সর্দার আব্দুল জলিল, গাজীপুরের ইসমাইল গাজী, চরভৈরবীর হারুনুর রশিদ ভুট্রু মুন্সী, মতলব উত্তর উপজেলার বাগানবাড়ীর মোঃ নান্নু মিয়া, ফতেপুর পূর্বের আজমল হোসেন চৌধুরী, সুলতানাবাদের লিয়াকত আলী, দূর্গাপুরের আবুল খায়ের ফতেপুর পশ্চি,েমর নুর মোহাম্মদ, ইসলাবাদের সাজেদুল হাসান ও করাকান্দার গোলাম কাদির মোল্লাসহ শাহরাস্তি, হাজীগঞ্জ উপজেলাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়রম্যানগণ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।