(১) তোর হাতে ভাত খেতে
সাগর পাহাড় টানে আমায় তাদের পাশে যেতে
মনটা আজি ছটফট করে, তোর হাতে ভাত খেতে।
কি ব্যামো দিলো প্রভু সারা দুনিয়ায়
দেশে দেশে করছে আহাজারি করে হায় হায় ।
কোথায় গেলে মুক্তি মিলে
দেশটা কে মা খায় যে গিলে ।
করে বাহানা, এক হাসিনা কি করিবে !
আশে পাশে চোর যে গুরে, করে তা-না-না
মানুষ শুধু উধাও হয় না! হাসপাতাল উধাও হয়
বাঙালীর আজি মাথায় ধরেছে, মা ক্ষয় !
সাগর পাহাড় টানে আমায় তাদের পাশে যেতে
মনটা আজি ছটফট করে, তোর হাতে ভাত খেতে।
০৯ এপ্রিল ২০২১
রামপুরা-ঢাকা
(২) ফকির কহে দেখছো বাপু
কথা আর কাজে নেতা আজও পেলাম না মিল
সময় দিয়ে বাসায় ডেকে লাগিয়ে রেখেছো খিল।
নিজে নিজে মস্ত নেতা জনতার হয় না কোন কাজ
চারপাশে আজি সরগরম হচ্ছে নেইকো তোমার লাজ।
ডিজিটাল এই বাংলাদেশে তোমায় পায় না কেউ ফোনে
এই ডিজিটাল চরিত্র তোমার আজি দেখছি সবাই জানে
বেয়াদব দিয়ে রাজনীতি আর চলবো কত দিন
এমনি করে চললে নেতা সাঙ্গ হবে, হবে যে বিলীন।
কথায় কথায় হুমকি দমকি আড়ালে মামলা খানি
এই নিয়ে দিন রজনী, পেয়েছো কি সোনার খনি ?
যার আছে সে দিতে জানে, হোক না সেটা সময় তব
যার নাই সে কি দিবেগো ? মাঝে মধ্যে কথা ক’ব
বজ্রপাতে কাকের দশা, ফকির কহে দেখছো বাপু
হরহামেশাই আজি, এই হচ্ছে মোদের আপু ।
১০ এপ্রিল ২০২১
রামপুরা-ঢাকা