হাসানুজ্জামান:
“পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো” এ প্রতিপাদ্যকে শ্লোগানে রূপান্তরিত করে ইটের ভাটা নির্মানের প্রতিবাদে গ্রামবাসীরা মানববন্ধন ও বিােভ সমাবেশ করেছে। চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী গ্রামের পশ্চিম মাঠে নির্মানাধীন ইটের ভাটার বিরুদ্ধে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার বিকেলে ওই গ্রামের প্রতিষ্ঠিত ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সামনে মানব বন্ধনে অংশ নেয়- আয়নাতলী, সংহাই ও ফেরুয়া গ্রামের জনগন। মানববন্ধন শেষে বিােভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ফরিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার পুত্র ইঞ্জিঃ আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী। শামসীর আহম্মেদের সঞ্চালনায় ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিঃ মোঃ নূরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন, মাতা-মহীয়ষী বেগম ছালেহা চৌধুরানী। বিশেষ অতিথি ছিলেন, সেকান্দর আলী মাষ্টার, এস এম ফিরোজ, ডাঃ শাহজাহান, আলহাজ্ব আবুল বাশার প্রমুখ। পরিবেশ ও জন উন্নয়ন সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এবং গ্রামবাসির আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি তাঁর বক্তব্য বলেন, মৌসুমী ফসল ও গ্রামীন ফলাদী অতিদ্রুত নষ্ট হওয়া বা বৃে অথবা জমিনে ফল/ফলন ধারন মতা বিনষ্ট হওয়ার পিছনে একমাত্র দায়ী ইটের ভাটা। যার কুফলে ব্যাপক য়তির শিকার হচ্ছে এলাকাবাসী। ইট ভাটার কারনে রাস্তা ঘাট ও বায়ুবীয় পরিবেশ নষ্টের কারনে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এলাকার লোকজন। যার প্রতিকারে সংশ্লিষ্ট প্রশাসনের এগিয়ে আসা অত্যান্ত জরুরী বলে তিনি মন্তব্য করেন। এলাকাবাসী জানায়, ব্যক্তি স্বার্থে আমাদের সার্বিক তির কারন হয়ে দাড়িয়েছে এই ব্রিক ফিল্ড।আমাদের ফসল ও ফলাদীসহ শিশু সন্তানদের উন্নত ভবিষ্যতের অন্তরায় এই ইটের ভাটা। আশপাশের ৩/৪ গ্রামের ২০/২৫ হাজার মানুষ বসবাস করে। যাদের উজ্জ্বল ভবিষ্যত ও সুষ্ঠ চলাচলের সুবিধার্থে অনতিবিলম্বে ইটের ভাটাটি বন্ধের জোর দাবী জানান তারা।